Bangla News Dunia, Pallab : এবার দেশের কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে ভারতের অন্যতম প্রধান সরকারি সংস্থা NITI Aayog। ২০২৫ সালের NITI Aayog Summer Internship Program শুধুমাত্র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য নয়, বরং দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হওয়ার একটি বিরল সুযোগ হতে চলেছে। আপনি যদি পাবলিক পলিসি, প্রশাসন বা দেশের উন্নয়নে আগ্রহী হন, তাহলে এই ইন্টার্নশিপ আপনার জন্য আদর্শ।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন
NITI Aayog Summer Internship 2025: কী এই ইন্টার্নশিপ?
NITI Aayog (National Institution for Transforming India) হল ভারতের সর্বোচ্চ পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। ভারতের বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক নীতিনির্ধারণে NITI Aayog মুখ্য ভূমিকা পালন করে থাকে। এই সংস্থার ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি সরকারের কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সঙ্গে অন্যান্য সুবিধাও।
ইন্টার্নশিপের মূল লক্ষ্য:
- শিক্ষার্থীদের নীতিনির্ধারণ, গবেষণা ও প্রশাসনের কাজ শেখার সুযোগ দেওয়া।
- পাবলিক পলিসি, ডেটা অ্যানালাইসিস এবং গবেষণার সাথে সরাসরি কাজ করার সুযোগ দেওয়া।
- শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা প্রদান করা।
ইন্টার্নশিপের প্রধান তথ্য সমূহ
- ইন্টার্নশিপের নাম: NITI Aayog Summer Internship
- অবস্থান: নয়াদিল্লি
- স্টাইপেন্ড: নেই (Unpaid)
- সার্টিফিকেট: সফলভাবে সম্পূর্ণ করলে প্রদান করা হবে
- আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে (প্রতি মাসের ১-১০ তারিখ)
কে আবেদন করতে পারবেন বা যোগ্যতা? (Eligibility Criteria)
স্নাতক:
- দ্বিতীয় বর্ষের (বা চতুর্থ সেমিস্টার) ছাত্র-ছাত্রী হতে হবে।
- ১২শ শ্রেণিতে কমপক্ষে ৮৫% নম্বর থাকতে হবে।
আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন