কসবা ধর্ষণকাণ্ড নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ কল্যাণের।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কসবা আইন কলেজ ধর্ষণের ঘটনা নিয়ে রাজনৈতিক যুদ্ধের মধ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে সর্বাধিক সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটলেও তা নিয়ে নীরব তাঁরা। আজ হুগলিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথাগুলি বলেছেন তৃণমূল সাংসদ।

তিনি বলেন, “সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে উত্তরপ্রদেশে, বেশিরভাগই ঘটছে দিল্লিতে, প্রতিদিন গড়ে ৪টি ধর্ষণ দিল্লিতে ঘটে। নরেন্দ্র মোদী কী করেন, অমিত শাহ কী করেন? উত্তরপ্রদেশে প্রতিদিন ধর্ষণ হচ্ছে, প্রতিদিন গণধর্ষণের ঘটনা ঘটছে। উত্তরপ্রদেশে ধর্ষণের পর ১০ দিন পর অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়।”

তিনি এখানেই থামেননি। তিনি আরও বলেন, “যদি নরেন্দ্র মোদী সিপিএমের আমলে এখানে আসতেন, তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু নরেন্দ্র মোদী এখানে আসছেন যখন পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে। যখন পশ্চিমবঙ্গে কোনও গণতন্ত্র ছিল না, তখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পশ্চিমবঙ্গে এসে সিপিএমের বিরুদ্ধে লড়াই করার সাহস ছিল না।” ওরা সবাই সমৃদ্ধির দিনে আসছেন, কিন্তু মোদীজি বা যোগীজি যেই এখানে আসুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখানে আর কিছুই নেই। আর ওরা এত বড় বড় কথা বলছে কিন্তু সবচেয়ে বেশি ধর্ষণ কোথায় হচ্ছে?”

আরও পড়ুন:- ৩২০০০ শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ । চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকরা? জানাল হাইকোর্ট

এছাড়াও, কল্যাণ আবারও তার নিজের দলের সদস্য মহুয়া মিত্র সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে সিপিএমের দীপ্সিতা ধর এবং মহুয়া তাঁর বিরুদ্ধে একটি চুক্তি করেছেন।

তিনি বলেন, “আমি শুনেছি দীপ্সিতা আমার বিরুদ্ধে অনেক কিছু বলছে। কথা বলুন ম্যাডাম। সে হেরে গেছে, তার জামিন বাজেয়াপ্ত হয়েছে, শরীরে নিশ্চয়ই একটা জ্বালাপোড়া আছে। কানাইপুরে যখন ধর্ষণের ঘটনা ঘটেছিল, তখন তুমি কোথায় ছিলে? আর পাপিয়া অধিকারী নামে একজন চলচ্চিত্র অভিনেত্রী আছে। সে বলেছে যে সে আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারবে। বলো তুমি আমাকে কোথায় মারবে? আমাকে কোথায় আসতে হবে?”  তিনি অভিযোগ করেন, এই লোকেরা কলকাতায় তাদের শীতাতপ নিয়ন্ত্রিত বাড়িতে বসে বিদ্রোহ করে।

আরও পড়ুন:- সুবিচার না পেলে আমি তৃণমূল ছেড়ে দেব, হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরির

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন