Bangla News Dunia, Pallab : কসবা গণধর্ষণ কাণ্ডের জেরে তোলপাড় রাজ্য। এই পরিস্থিতিতে ফের সামনে এলো ধর্ষণের ঘটনা! এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ তার বান্ধবীর বাবার বিরুদ্ধে (Sandeshkhali Rape)। ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায়। নির্যাতিতা নাবালিকার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পলাতক অভিযুক্ত।
আরও পড়ুন : সেপ্টেম্বর থেকে আর দেশে মিলবে না ৫০০ টাকার নোট ! কী বলছে RBI ?
নির্যাতিতা নাবালিকার (Minor Girl) বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকেন। ন্যাজাট থানার আগারআটি গ্রামে মামার বাড়িতে থাকত নাবালিকা। গতকাল গ্রামের এক নির্জন জায়গায় বান্ধবীর বাবা ওই নাবালিকাকে যৌন নির্যাতন করেন। ঠিক সে সময় পাশ দিয়ে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন মহিলা। তাঁরা ওই নাবালিকার কান্না শুনতে পান। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে নাবালিকাকে উদ্ধার করেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। এরপর স্থানীয়েরাই নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন ওই নাবালিকা।
জানা গেছে অভিযুক্ত ব্যক্তি আইএসএফ (ISF) সমর্থক। এ প্রসঙ্গে আইএসএফের বসিরহাট সাংগঠনিক জেলার যুগ্ম সম্পাদক মুসা করিম বলেন, ‘সন্দেশখালিতে তৃণমূল পিছিয়ে রয়েছে বলেই আইএসএফকে বদনাম করার জন্য ইচ্ছাকৃত ভাবে তাঁদের দলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে আইএসএফের কোন কর্মী বা সমর্থকের যোগ নেই।’
ইতিমধ্যেই ওই নাবালিকার পরিবারের তরফে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতার পরিবার দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি আগেও বহুবার এমন কাণ্ড ঘটিয়েছেন। কাউকে কিছু বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। যদিও পুলিশের পক্ষ থেকে সব রকমভাবে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন : যৌন অক্ষমতার সমস্যায় সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !