Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কসবার যৌন হেনস্তার ঘটনার রেশ কাটতে না-কাটতেই এবার আলোড়ন হাওড়ার একটি নামী কলেজে। নরসিংহ দত্ত কলেজের ছাত্র রাজনীতি জগতে রাজ্যস্তরের নেতার বিরুদ্ধে উঠে এল চমকে দেওয়ার মতো অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ৷ তিনি নাকি একাধিক ছাত্রকে নিয়মিত অপমানজনক ও যৌন হেনস্তার মধ্যে ফেলতেন।
অভিযোগ উঠেছে, ইউনিয়ন রুমে ডেকে প্যান্ট খুলিয়ে জোর করে যৌনাঙ্গ দেখতে বাধ্য করতেন, এমনকী সেই ছবি বা ভিডিয়ো রেকর্ড করে রাখতেন। শুধু তাই নয়, চড়, ছ্যাঁকা বা প্যান্টে জল ঢেলে অপদস্থ করার ঘটনাও ঘটত বলে দাবি একাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্রদের।
আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।
এক ছাত্র সংবাদমাধ্যমে বলেন, “আমি বিকম ইভনিং শিফটে পড়ি। আমাদের প্রায়শই রাত 8টার পর ইউনিয়ন রুমে ডেকে নেওয়া হত। সেখানে সৌভিকদা বলত, প্যান্ট নামাও, দেখাও। কেউ যদি না করত, তাহলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত, চড় মারত, অনেক সময় প্যান্টে জল ঢেলে দিত। এভাবে প্রতি বছরই কয়েকজনকে বেছে নেওয়া হত। আমরা এটা একাধিক দাদাদের জানিয়েছিলাম, এমনকী তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও বিষয়টা জানিয়েছি।”
যদিও অভিযোগ উঠলেও কার্যত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ছাত্রদের তরফে একাধিকবার হাওড়া জেলা ছাত্র পরিষদের সভাপতি ও রাজ্য সভাপতিকে চিঠি পাঠানো হয়। 2023 সালেই ব্যাঁটরা থানায় অভিযোগ যায়, এবং অ্যান্টি র্যাগিং কমিশনের কাছেও রিপোর্ট জমা পড়ে। কিন্তু অভিযোগ, অভিযুক্ত সৌভিক রায়কে এখনও সংগঠনের কোনও পদ থেকে সরানো হয়নি।
এসএফআই-র দাবি, কলেজের অন্দরেই তৈরি হয়েছে এক অপরাধচক্র। তাদের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “এটা শুধুই ব়্যাগিং নয়, এটা চূড়ান্ত শারীরিক ও মানসিক নির্যাতন। যারা এসব করছে, তাদের সংগঠন মদত দিচ্ছে।”
এই ঘটনায় সৌভিক রায়ের তরফে এখনও কোনও মন্তব্য মেলেনি। অন্যদিকে, তৃণাঙ্কুর ভট্টাচার্য সাংবাদিকদের কাছে বলেন, “আমি এই অভিযোগ সম্পর্কে অবগত নই। অভিযোগ পেলে খতিয়ে দেখব।” তবে ছাত্রদের দাবি, বহু আগেই তাঁকে মৌখিকভাবে জানানো হয়েছিল।
টিএমসিপি-র নাম জড়িয়ে ফের কলেজ-অভ্যন্তরে যৌন নিপীড়নের এই গুরুতর অভিযোগ ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এনিয়ে কোনও সরকারিভাবে বক্তব্য আসেনি। ফলে, সংগঠনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদের একাংশ ও বিশ্লেষকরা। আদৌ কি তদন্ত হবে? নাকি আবার চাপা পড়ে যাবে অভিযোগগুলি ? এমনই প্রশ্ন ঘুরছে নরসিংহ কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মুখে।
আরও পড়ুন:- রাজ্যের সরকারি হাই-স্কুলে ৩৫৭২৬ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে ! কিভাবে আবেদন করবেন ? জেনে নিন