নতুন রূপে সত্যজিতের অমর সৃষ্টি ‘অরণ্যের দিনরাত্রি’। দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘অরণ্যের দিনরাত্রি’ নতুনভাবে সংস্কার করা হয়েছে। এবার তার প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে। যেখানে হাজির থাকার কথা ছবির মুখ্য চরিত্রাভিনেত্রী শর্মিলা ঠাকুর, প্রযোজক পূর্ণিমা দত্ত। ছবিটির সংস্কার সাধনের দায়িত্বে ছিলেন দুই পরিচালক মার্টিন স্করসিজি, অ্যান্ডারসন।

সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের অন্যতম প্রিয় এই সিনেমাটি কিছুদিন আগেই পুনরায় সংস্করণ করা হয়েছে, ফলে নতুন রূপে সিনেমাটি দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে। সন্দীপ রায় বলেন, “আমি খুব খুশি। পাঁচ দশক পেরিয়ে গিয়েছে ৷ তবে, ছবির অনেক চরিত্রই আজ আর বেঁচে নেই। এটা ভেবেই খারাপ লাগছে। শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল বর্তমান। বাকিরা মানে সৌমিত্র চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, রবি ঘোষ সকলেই তো প্রয়াত। ছবিটা হয়তো প্রিয়াতে আবার দেখানো হতে পারে।”

সন্দীপ রায়ের কথা থেকেই জানা যায় যে, পূর্ণিমা দত্ত প্রযোজিত ‘প্রতিদ্বন্দ্বী’ও রিস্টোরের জন্য নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ‘গুপি গাইন বাঘা বাইন’। কানে ছবির প্রিমিয়ারে শর্মিলা ঠাকুর এবং সিমিকে আমন্ত্রণ জানানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি। শর্মিলা ঠাকুর উপস্থিত থাকবেন। তবে, শারীরিক অসুস্থতার কারণে সিমি হাজির থাকতে পারবেন না।

আরও পড়ুন:- পাক সেনার গুলিতে পরপর মৃত্যু, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন সীমান্তবর্তী গ্রামবাসীরা

সন্দীপ রায় বলছিলেন, “বাবা কোনও ছবিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেবেন বলে ছবি বানাননি। বানানো হয়ে যাওয়ার পর সেটা আন্তর্জাতিক মানের হয়ে গিয়েছে। ঠিক যেমন ‘পথের পাঁচালী’।

1970 সালের সালের 16 জানুয়ারি ভারতে এবং 1973 সালের 14 মার্চ আমেরিকায় মুক্তি পায় সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে, সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’। 20তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার পায় এই ছবি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শর্মিলা ঠাকুর, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, গারেওয়াল, রবি ঘোষ, শমিত ভঞ্জ, কাবেরি বসু, পাহাড়ী সান্যাল, শুভেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন:- ওষুধ ছাড়াই কয়েক দিনে বেড়ে যাবে হিমোগ্লোবিন, এই ৫ খাবার খান

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন