কামারহাটির মাফিয়া জয়ন্তর 4 তলা বাড়ি ভেঙে খেলার মাঠ বানানোর নির্দেশ বিচারপতির

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কামারহাটির মাফিয়া জয়ন্ত সিংয়ের চারতলা বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । চার সপ্তাহে বেআইনি সেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত । আড়িয়াদহের 1 প্রতাপরুদ্র লেন, কলকাতা-57 – এই ঠিকানার অট্টালিকা-সম বাড়িটি ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি । এই মামলার পর্যবেক্ষণে তিনি বলেন, “বেআইনি বাড়ি ভেঙে খেলার মাঠ করুন । সেই খেলার মাঠ বানিয়ে পুরসভার অফিসারেরা আদালতে রিপোর্ট দিন ।”

গত বছর জুলাই মাসে খোঁজ পাওয়া যায় জয়ন্ত সিংয়ের বেআইনি বাড়ির । আড়িয়াদহ মৌসুমী মোড়ের কাছে জমি দখল করে বিশাল বাড়ি বানিয়েছিলেন জয়ন্ত । সেই বাড়ি তৈরির জন্য পেছনের পুকুরের একাংশ ভরাট করা হয় । কিন্তু কামারহাটি পুরসভার দাবি, ওই বাড়ি সম্পর্কে তারা কিছুই জানে না ।

এতেই ক্ষুব্ধ বিচারপতি গৌরাঙ্গ কান্ত ৷ তিনি বলেন, “বাড়ির মালিককে খুঁজে পাচ্ছে না পুরসভা ! সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিচ্ছে পুরসভা ! তাহলে বেআইনি বাড়ি কীভাবে তৈরি হল ? বাড়ি তৈরির সময় কামারহাটি পুরসভার অফিসারেরা কী করছিল ? পুরসভার অফিসারেরা অফিসে বসে বসে দেখছিল ? ঘুমিয়েছিল ?” কামারহাটি বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বিচারপতি কান্ত বলেন, “সমস্ত অফিসারের বিরুদ্ধে তদন্ত করাব । শেষ পাঁচ বছর কামারহাটি পুরসভার সব অফিসারের বিরুদ্ধে তদন্ত হবে । রাতারাতি এই নির্মাণ হতে পারে না ।”

গত বছর কামারহাটিতে মারধরের ঘটনায় প্রকাশ্যে আসে জয়ন্ত সিংয়ের নাম । তার পর একে একে সামনে আসতে থাকে তাঁর নানা কীর্তি । তখনই জানা যায়, আড়িয়াদহের মৌসুমী মোড়ের কাছে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরাট করে প্রাসাদোপম জি প্লাস থ্রি বাড়ি বানিয়েছেন জয়ন্ত সিং । বেআইনি সেই বাড়ি চার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত ।

আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন