কালবৈশাখী হানা দিচ্ছে দক্ষিণবঙ্গে, বৃষ্টিতে ভিজবে ৪ জেলা ! আজকের আবহাওয়ার খবর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

দক্ষিণবঙ্গে ফের হানা দিচ্ছে কালবৈশাখী। আজকের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি। এই প্রতিবেদনে দেখে নিন কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হবে এবং কীভাবে সতর্ক থাকতে হবে। আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের অন্তত ৪ টি জেলায় ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

আবহাওয়া দফতর জানিয়েছে – কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা গুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, ঘণ্টায় ৫০ কিমি বেগে ধেয়ে আসবে ঝড়ো হাওয়া, আজ বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ঘন্টায় প্রায় ৪০ – ৫০ কিমি বেগে কালবৈশাখী ঝড় ধেয়ে আসতে পারে। বিশেষত যে সব এলাকায় গাছপালা বা পুরনো ঘর বাড়ি আছে, সে সব জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি।

কোন সময় থেকে শুরু হতে পারে বৃষ্টি?

  • দুপুর ২ টার পর থেকেই আকাশ মেঘলা হতে শুরু করবে।
  • বিকেল ৩ টা থেকে ৫ টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।
  • সন্ধ্যা নাগাদ বজ্র পাত সহ ঝড় বৃষ্টির প্রকোপ বাড়বে।
  • রাত ৯ টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন