Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তাঁদের ১২ বছর বিয়ে হয়েছে। ২ সন্তান রয়েছে। কিন্তু স্বামীর ওপর একটা সন্দেহ কাজ করে স্ত্রীর। তাঁকে ছেড়ে কি অন্য কোনও মহিলার প্রতি অনুরক্ত তাঁর স্বামী? কোনও প্রমাণ না থাকলেও এমন একটা ভাবনা তাঁর মাথায় ঘুরছিল। অবশেষে তিনি এটা জানতে চ্যাটজিপিটি-র দ্বারস্থ হলেন।
মানুষের জীবন এখন অনেকটাই প্রযুক্তি নির্ভর। তা বলে স্বামীর অন্য মহিলার প্রতি দুর্বলতা রয়েছে কিনা তা জানার জন্য চ্যাটজিপিটি! পৃথিবীর সিংহভাগ মানুষ, এমনকি অতি মাত্রায় প্রযুক্তি নির্ভর মানুষও অবাক হচ্ছেন এটা জেনে।
তবে ওই মহিলা পিছপা হননি। তাঁর স্বামীর কফি পান শেষ করার পর সেই কাপে যে তলানিটা পড়েছিল তার ছবি তুলে চ্যাটজিপিটি-তে দেন। প্রসঙ্গত কফির কাপের তলানি বা চায়ের পাতার অংশ দেখে ভবিষ্যৎ বলার চল অনেক পুরনো। যাকে ট্যাসিওগ্রাফি বলা হয়।
তবে তা মানুষ বিচার করেন। কোনও এআইবট নয়। এদিকে চ্যাটজিপিটি-র কাছে জানতে চাওয়ার পর চ্যাটজিপিটি যা জানায় তাতে মহিলার স্বামীর প্রতি সন্দেহ নিশ্চয়তায় পৌঁছে যায়।
চ্যাটজিপিটি জানায়, তাঁর স্বামী অন্য মহিলার প্রতি অনুরক্ত হতে চলেছেন। তাঁর সঙ্গে সম্পর্কে জড়াবেন। ওই মহিলার নাম ইংরাজি ই অক্ষর দিয়ে শুরু হবে।
এটা জানার পর ওই মহিলা স্বামীকে সাফ জানিয়ে দেন তিনি তাঁর সঙ্গে আর সংসার করতে পারবেননা। তিনি ডিভোর্সও ফাইল করেন। এদিকে ওই মহিলার স্বামী একটি টিভি শোতে অংশ নিয়ে জানান, তিনি কোনও মহিলার প্রতি আসক্ত নন। কিন্তু চ্যাটজিপিটি কি দেখাচ্ছে তার ওপর ভরসা করে তাঁর স্ত্রী তাঁর সঙ্গে সংসার ভাঙতে চাইছেন।
তিনি তাঁর স্ত্রীকে এটা বুঝিয়েও উঠতে পারেননি চ্যাটজিপিটি-তে কি দেখাচ্ছে তার ওপর ভরসা করে তিনি এমন সন্দেহ করতে পারেননা। ঘটনাটি ঘটেছে গ্রিসে। যা এখন বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়েছে। এদিকে আদালতে ওই মহিলার করা ডিভোর্স মামলা কিন্তু চলছে।