কি কান্ড! দাড়ির জন্য বরকে ফেলে দেওরের সঙ্গে ঘর ছাড়লেন গৃহবধূ ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিয়েটা মাস ৬ পার করেছে। তবে সমস্যার শুরু বিয়ের কয়েকদিন পর থেকেই। বিয়ে যাঁকে করেছেন তাঁর এত দাড়ি কেন? এ নিয়ে ঘোর আপত্তি ছিল নববধূর। স্বামীর দাড়ি নিয়েই শুরু হয় মনোমালিন্য। স্বামীকে দাড়ি কেটে ফেলতে বলেন স্ত্রী।

কিন্তু দাড়ি নিয়ে স্বামীর একটা ভালবাসা চিরকালই ছিল। তাই তিনি স্ত্রীর কথা শুনে দাড়ি কেটে ফেলার রাস্তায় হাঁটতে চাননি। ওই ব্যক্তির দাবি, তাঁর স্ত্রী তাঁকে দাড়ি কেটে ফেলার জন্য চাপ দিতে থাকেন। তাঁদের মধ্যে এ নিয়ে প্রায়ই ঝগড়া শুরু হয়।

ফলে বিয়ের কিছুদিনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এদিকে ওই বাড়িতেই থাকা ওই ব্যক্তির ভাইয়ের আবার দাড়ি নেই। তিনি দাড়ি রাখেন না। ক্লিন শেভ থাকতেই পছন্দ করেন। তাই স্বামীকে ছেড়ে দেওরের সঙ্গে সম্পর্ক গভীর হতে থাকে নববধূর।

অন্তত পুলিশের কাছে এমনই দাবি করেছেন সাগির নামে ওই ব্যক্তি। তাঁর দাবি, তাঁর স্ত্রী আরশি তাঁর দাড়ির জন্য দেওরের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েছেন।

যদিও তা মাস তিনেক আগের কথা। তবে ৩ মাস তিনি অপেক্ষা করেন। যদি তাঁর স্ত্রী তাঁর কাছে ফিরে আসেন। কিন্তু তা হয়নি। তাই এবার পুলিশের দ্বারস্থ হলেন সাগির।

সাগির পুলিশের কাছে যাওয়ার পর দেওর সাবিরের হাত ধরে বাপের বাড়িতে ফিরে আসেন আরশি। সেখানে তিনি জানান, সাগিরের সঙ্গে তিনি ঘর করতে পারবেননা। তিনি সাবিরকে বিয়ে করতে চান।

তবে তাঁর স্বামী পুলিশের কাছে যে দাড়ির কারণে ঘর ছড়ার কথা বলেছেন তা মানতে চাননি আরশি। তিনি পাল্টা দাবি করেছেন, তাঁর স্বামী দৈহিক সম্পর্ক স্থাপনে অপারগ। তাই তিনি তাঁর সঙ্গে আর থাকতে চান না। বরং তাঁর দেওরের সঙ্গে ঘর বাঁধতে চান। ঘটনাটি রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের মেরঠে।

আরও পড়ুন:- এই ৩ খাবার খেলেই বাড়ে ফ্যাটি লিভারের ঝুঁকি

আরও পড়ুন:- দিনভর মোবাইলে বুঁদ, শিরদাঁড়া বেঁকে গেল যুবকের । জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন