কি ভাবে নবগ্রহকে তুষ্ট করবেন ? বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কি ভাবে নবগ্রহকে তুষ্ট করবেন ? দেখুন  জ্যোতিষ শাস্ত্র মতে নব গ্রহ দুর্বল থাকলে আপনাকে তার অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু আবার যদি গ্রহ মজবুত থাকে তবে এর প্রত্যক্ষ লাভ মেলে। তাই দুর্বল গ্রহকে মজবুত করার জন্য কিছু মন্ত্র আছে সেটা জপ করলে শুভ ফল পাওয়া যায়।

দেখুন এক নজরে —–

১. সূর্য বা রবি হলো গ্রহদের রাজা। আপনার জীবনে মান সম্মান, চাকরি ও সমৃদ্ধ জীবনের জন্য সূর্যের আশীর্বাদ জরুরি। তাই রোজ পাঠ করুন ওম হাং হীং হৌং সঃ সূর্যায় নমঃ। আর অবশ্যই সূর্যের প্রণাম মন্ত্র যা আপনি পঞ্জিকাতে পাবেন।

২. আপনার চন্দ্র দোষ থাকলে মানসিক বিকার, মা-বাবার অসুস্থতা, দুর্বলতা, অর্থাভাব এই সব সমস্যা দেখা দেয়। তাই আজ পাঠ করুন ওম শ্রাং শ্রীং শ্রৌং সঃ চন্দ্রমসে নমঃ।

৩. জন্ম কুষ্ঠিতে মঙ্গল দুর্বল হলে সাহস ও শক্তি অভাব দেখা দেয়। তাই মঙ্গলবার স্নানের পর ওম ক্রাং ক্রীং ক্রৌং সঃ ভৌমায় নমঃ জপ করা উচিত। আর লাল পলা পড়তে পারেন।

৪. জীবনে উন্নতি ও শিক্ষার জন্য বুধ গুরুত্বপূর্ণ। তাই ছাত্র ছাত্রীরা পাঠ করুন ওম ব্রাং ব্রীং ব্রৌং সঃ বুধায় নমঃ।

৫. বৃহস্পতির শুভ থাকলে ধন লাভ, সুখ-সুবিধা, সৌভাগ্য, দীর্ঘায়ু লাভ করা যায়। তাই  বৃহস্পতিকে শক্তিশালী করতে ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ মন্ত্রের জপ করুন।

৬. কুষ্টিতে শুক্র মজবুত হলে ঐশ্বর্য লাভ করা যায়। অসুবিধা থাকলে শুক্রবার স্নানের পর ওম দ্রাং দ্রীং দ্রৌং সঃ শুক্রায় নমঃ জপ করুন।

৭. শনির সমস্যা থাকলে জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই ক্ষেত্রে শনিবার নিরামিষ খান আর হনূমান চল্লিশা পাঠ করুন।

আরো পড়ুন :- জীবনের সকল দুর্দশা থেকে মুক্তি পেতে রবিবার মেনে চলুন এই নিয়ম গুলি

৮. কুষ্ঠিতে রাহু অশুভ থাকলে সহজে সাফল্য পাওয়া কঠিন। রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রীং ভ্রৌং সঃ রাহবে নমঃ-র জপ করা উচিত।

৯. কুষ্টিতে কেতুর অশুভ প্রভাবে কলহ লেগে থাকে। মুক্তির জন্য ওম স্রাং স্রীং স্রৌং সঃ কেতবে নমঃ মন্ত্র জপ করুন।

এই সকল টোটকা মেনে চলুন আর ভালো থাকুন।

Highlights

1. কি ভাবে নবগ্রহকে তুষ্ট করবেন ?

2. টোটকা মেনে চলুন আর ভালো থাকুন

#Astro Tips #Horoscope

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন