কুকুরের পিঠে চড়ে রাস্তা পার করছে কিশোরী, দেখুন ভাইরাল ভিডিয়ো।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাতি বা ঘোড়ার পিঠে নয়, পথ কুকুরের পিঠে চেপে দিব্য ঘুরে বেড়াচ্ছে এক কিশোরী। রাস্তার ধারে বসে আরও বেশ কয়েকটি কুকুরের সঙ্গে খেলাও করছে সে। এমনকী কুকুরগুলিও লেজ নেড়ে বুঝিয়ে দিচ্ছে, তারাও বেশ আছে। ঘটনাটি কোথায় ঘটেছে, তা জানা যায়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল। মজাদার এই ভিডিয়োটি বেশ নজর কেড়েছে নেটিজ়েনদের।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কুকুরের পিঠে বসে রাস্তা পার করছে এক কিশোরী। কিশোরীটিকে দেখে মনে হচ্ছে সে যেন ঘোড়ায় চড়েছে। কুকুরটিও বেশ আনন্দ সহকারে তাকে পিঠে বসিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কুকুরের এমন শান্ত আচরণ দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন।

ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজ়েনদের একাংশ বলছেন, পশু প্রেমের এমন সুন্দর দৃষ্টান্ত সত্যিই বিরল। তবে অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। কেউ কেউ সুরক্ষার দিকটি তুলে ধরে প্রশ্ন তুলেছেন। নেটিজ়েনদের একাংশ বলছেন, ‘এ ভাবে কুকুরের পিঠে চেপে ঘুরে বেড়ানো খুব নিরাপদ নয়।’ আবার কেউ বলছেন, ‘বিষয়টি কুকুরের জন্য আদৌ স্বস্তিদায়ক নয়!’

বিশেষজ্ঞরা বলছেন, ‘কুকুরের সঙ্গে মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া খুবই স্বাভাবিক। তবে, কুকুরের পিঠে এমন ভাবে চেপে ঘুরে বেড়ানো তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে কুকুরটি যদি প্রশিক্ষপ্রাপ্ত না হয়। কিন্তু ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, কিশোরী ও কুকুরটির মধ্যে একটি বিশেষ বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছে।’

আরও পড়ুন:- শিল্পসাথী প্রকল্প কী? কী সুবিধা মিলবে? কী ভাবে আবেদন করবেন? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন