Bangla News Dunia, Pallab : আলু চাষে ক্ষতির জন্য রাজ্য সরকার দিলো ১৫৮ কোটি টাকা , বর্তমানে ঝড়- বৃষ্টি যেনো প্রতিদিন লেগেই রয়েছে। যার জন্য চাষেও অনেক ক্ষতি হচ্ছে। গেলো রবি মরশুমে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আলুর জমিতে অনেক ক্ষতি হয়েছিল। অনেক চাষিই দিশেহারা হয়ে পড়েছিলেন। সেই সময় অনেকেই ভেবেছিলেন, এবারে বুঝি সব শেষ! কিন্তু এখন সেই চাষিদের মুখে একটু হাসি ফোটাতে রাজ্য সরকার বড়সড় ঘোষণা করেছে।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
২০ মে, মঙ্গলবার থেকে ‘বাংলা শস্যবিমা’ প্রকল্পে রাজ্যের এক লক্ষেরও বেশি আলু চাষির অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে শুরু করেছে। সরকারের তরফে মোট ১৫৮ কোটি টাকা দেওয়া হচ্ছে এই চাষিদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক্স (আগের টুইটার)-এ লিখে জানিয়ে দিয়েছেন এই খুশির খবর। উনি বলেছেন,
“আজ থেকে এক লক্ষের বেশি আলু চাষির অ্যাকাউন্টে ১৫৮ কোটি টাকা দেওয়া হচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানাই।”
আসলে এবারের মরশুমে ঝড়-বৃষ্টি আর খারাপ আবহাওয়ার জন্য অনেকের আলু নষ্ট হয়ে যায়। সেই ক্ষতির কিছুটা পুষিয়ে দিতেই এই টাকা দিচ্ছে সরকার।
আগেও কিন্তু রাজ্য সরকার ঠিক এমনভাবেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে। যেমন, গত বছর ঘূর্ণিঝড় ‘দানা’র সময় বন্যায় জমি তলিয়ে গেছিল। তখন প্রায় ৯ লক্ষ কৃষককে ৩৫১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল বাংলা শস্যবিমা থেকে।