Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় আজ তারা মহা তারকা ৷ পর্দায় তাঁদের একঝলক দেখার জন্য মরিয়া হয়ে যান দর্শকরা ৷ কিন্তু তারকা হওয়ার আগে তাঁদের জীবন কম কঠিন ছিল না ৷ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা লেবার ডে-তে রইল প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের পুরনো কাজের হদিশ ৷
অমিতাভ বচ্চন– শ ওয়ালেস নামে একটি শিপিং ফার্মে এক্সিকিউটিভ হিসেবে প্রথমে কাজ শুরু করেন অমিতাভ বচ্চন। পরবর্তীতে, বলিউডের এই সুপারস্টার বার্ড অ্যান্ড কোং নামে একটি শিপিং ফার্মে ব্রোকার হিসেবে কাজ করেন। এমনকী, তিনি অল ইন্ডিয়া রেডিও তে জকি হওয়ার চেষ্টাও করেন ৷ কিন্তু ব্যর্থ হন ৷ আজ তিনি বলিউডের শাহেনশা ৷
দিলীপ কুমার– বলিউডের অন্যতম স্টলওয়ার্ট অভিনেতা দিলীপ কুমার ৷ উপহার দিয়েছেন ‘মধুমতী’, ‘কোহিনূর’, ‘দেবদাস’, ‘নয়া দৌর’, ‘ক্রান্তি’র মতো হিট সিনেমা ৷ অভিনয়ে আসার আসার আগে দিলীপ কুমার স্যান্ডউইচ স্টল চালাতেন ৷
নওয়াজউদ্দিন সিদ্দিকী– ভার্সেটাইল অভিনেতার খেতাব পেয়েছেন নওয়াজ ৷ ‘বদলা’ ছবিতে খলনায়ক চরিত্রে হোক বা ‘মাঝি’র মতো সিরিয়াস সিনেমা, অভিনয় দক্ষতায় তিনি অনবদ্য ৷ অভিনয় জগতে পা রাখার আগে কেমিস্ট ও ওয়াচম্যানের চাকরি করতেন নওয়াজউদ্দিন ৷
আরও পড়ুন:- হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
অমরীশ পুরী– অনবদ্য এই অভিনেতা প্রথম জীবনে সরকারি চাকরি করতেন ৷ তিনি স্টেট ইনসুরেন্স কর্পোরেশনে চাকরি করতেন ৷ তারপর তিনি পা রাখেন অভিনয় জগতে ৷
দেব আনন্দ– ‘হীরা পান্না’, ‘গাইড’, ‘জুয়েল থিফ’, ‘সিআইডি’ খ্যাত অভিনেতা এক সময়ে ছিলেন মিলিটারিতে ৷ জানা যায়, মিলিটারি সেন্সর অফিসে কাজ করতেন দেব আনন্দ ৷
বমন ইরানি– ‘3 ইডিয়টস’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘উঁচাই’ খ্যাত অভিনেতার স্কুল জীবন থেকেই থিয়েটারের প্রতি আগ্রহ ছিল ৷ কিন্তু 2000 সালে তাঁকে প্রথম দেখা যায় বিজ্ঞাপনে ৷ এর আগে তিনি মুম্বইয়ে বেকারি ও নমকিন দোকান চালাতেন ৷ সেই দোকান তাঁর মায়ের ছিল ৷ এরপর তিনি তাজ মহল প্যালেস হোটেলে চাকরি করতেন ৷ পাশাপাশি তিনি স্কুল ক্রিকেট, ফুটবল ম্যাচের ছবি তুলতেন ৷ সেই ছবি তিনি 20-30 টাকায় বিক্রি করতেন অতিরিক্ত আয়ের জন্য ৷ এরপর ইন্ডিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনে অফিসিয়াল ফটোগ্রাফার হিসাবেও কাজ করেছেন বমন ইরানি ৷
রজনীকান্ত– বড় পর্দায় আসার আগে, রজনীকান্ত বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিস (বিটিএস) এর বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। কন্নড় নাট্যকার ও পরিচালক টোপি মুনিয়াপ্পা পৌরাণিক নীতি নাটকে অভিনয়ের প্রস্তাব দেন রজনীকান্তকে ৷ তারপরেই তিনি মঞ্চে অভিনয় শুরু করেন।
এছাড়াও সোনাক্ষী সিনহা ছিলেন কস্টিউম ডিজাইনার, রণদীপ হুডা কাজ করতেন মার্কেটিং ফার্মে, জনি ওয়াকার ছিলেন বাস কন্ডাক্টর, জন আব্রাহাম মিডিয়া ফার্মে কাজ করতেন ৷ আরশাদ ওয়ারসি কসমেটিক সেলসম্যান ছিলেন ৷ লোকের বাড়ি বাড়ি গিয়ে কসমেটিক বিক্রি করতেন ৷ অন্যদিকে, হিন্দি সিনমার স্টাইলিশ অভিনেতা রাজ কুমার কাজ করতেন মুম্বই পুলিশে ৷ শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ ছিলেন টিভি রিপোর্টার ৷ রাখী সাওয়ান্ত ছিলেন বার ডান্সার ৷
বলিউড ইন্ডাস্ট্রিতে আজ পরিশ্রম ও অধ্যাবসায় খ্যাতির শিখরে গিয়েছেন এই সব তারকারা ৷ প্রমাণ করেছেন কঠিন পরিশ্রম ও লক্ষ্য বদলে দিতে পারে ভাগ্য ৷
আরও পড়ুন:- সেদ্ধ না অমলেট, কোন ডিমে বেশি উপকার? জেনে রাখুন
আরও পড়ুন:- ১ মে থেকে মোবাইলের দাম কমছে অনেকটা। দেখে নিন বাজেটের মধ্যে সেরা মোবাইলের তালিকা