কেউ দাবা দেখতে পারবেন না এই দেশে, কেন এই অদ্ভুত নিয়ম ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দাবা খেলার জন্ম বলা হয় ভারতে। এখন দাবার বিশ্বচ্যাম্পিয়নও ভারতেরই ডি গুকেশ। দাবা বিশ্বের সব দেশেই জনপ্রিয়। অনেক দেশেরই নামকরা দাবাড়ু রয়েছেন। রয়েছেন গ্র্যান্ডমাস্টার। সেই দাবা খেলায় এবার বিশ্বের একটিমাত্র দেশ নিষেধাজ্ঞা জারি করল।

দেশের জাতীয় দাবা সংস্থাকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে। দেশে দাবা খেলায় নিষেধাজ্ঞা জারির কারণও জানিয়েছে তারা। দেশের সরকার জানিয়েছে, তারা মনে করছে দাবা নিয়ে জুয়া খেলার প্রবণতা তৈরি হতে পারে।

আরও পড়ুন:- নতুন প্রকল্পে প্রত্যেক পরিবারকে ৩০০০০ টাকা দিচ্ছে সরকার। যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন

দেশের মানুষ দাবা খেলার নামে জুয়া খেলা শুরু করতে পারেন, এমন আশঙ্কা করছে তারা। সেটা যাতে না হয় তাই তাদের এই সিদ্ধান্ত। তাছাড়া দেশে দাবা খেলা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য কিনা তা তারা খতিয়ে দেখতে চায়।

সেটাও নিশ্চিত হওয়া দরকার যে তা ধর্মীয় দিক থেকে গ্রহণযোগ্য। তারপরই তারা দাবা নিয়ে আগামী দিনে ভেবে দেখবে। আপাতত দেশে দাবা খেলা যাবেনা। দাবা আপাতত কঠোরভাবে সে দেশে নিষিদ্ধ। দেশটি আফগানিস্তান। যেখানে এখন তালিবান শাসন রয়েছে।

এখানে বলে রাখা ভাল যে তালিবান এর আগে যখন ১৯৯৬ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসে তখনও তারা দাবা খেলায় নিষেধাজ্ঞা জারি করেছিল।

তবে ২০০১ সালে তালিবানের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার পর আফগানিস্তানে দাবা খেলা ফের চালু হয়। এবার ফের তালিবান শাসনে দাবা খেলায় নিষেধাজ্ঞা জারি করা হল।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন