Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর অতর্কিত জঙ্গি হামলার ঘটনায় জড়িয়েছে পাকিস্তানি জঙ্গিদের নাম ৷ তার পর থেকেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ৷ বিভিন্ন কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে ভারতে থাকা পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে এবং তাঁদের ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরে যেতে বলা হয়েছে ৷ ইতিমধ্যেই অনেক পাকিস্তানি ভারত ছেড়েছেন ৷ তবে জানা গিয়েছে, এখনও পর্যন্ত শুধু কলকাতাতেই বাস করছেন 67 জন পাকিস্তানি ।
বিশেষ কয়েকটি ভিসা ছাড়া বাকি সব ভারতে থাকা পাকিস্তানিকে 30 এপ্রিলের মধ্যে নিজেদের দেশে ফিরে যেতে বলেছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও যাঁরা ফিরতে পারেননি, তাঁদের পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ওয়াঘা সীমান্ত দিয়ে ফেরার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে তারপরেও এখনও পর্যন্ত কলকাতায় 67 জন পাকিস্তানি বাস করছেন বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷
লালবাজার সূত্রে খবর, পহেলগাঁয়ের ঘটনার পর তারা সব দিক খতিয়ে দেখে এই 67 জনকে চিহ্নিত করেছে । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক বিশেষ আধিকারিক বলেন, “এটি শুধু কলকাতার পরিসংখ্যান । কলকাতা পুলিশের আওতার বাইরেও একাধিক পাকিস্তানি নাগরিক বৈধ নথি-সহ বাস করতে পারেন । তবে শুধু কলকাতাতেই আমরা 67 জনের খোঁজ পেয়েছি । এই 67 জনের মধ্যে প্রত্যেকেরই দীর্ঘকালীন বৈধ নথিপত্র রয়েছে । বেশিরভাগই চিকিৎসার জন্য ভারত তথা কলকাতায় পা রেখেছেন । বর্তমানে এই অবস্থায় তাঁরা কী করবেন, সেটা আমরা বলতে পারি না । উপরমহল থেকে যেমন নির্দেশ আসবে, সেই অনুযায়ী আমরা চলব । তবে যতদিন না এই বিষয়ে নতুন কোনও নির্দেশ আসছে, ততদিন এই 67 জন বৈধ পাকিস্তানি নাগরিকদের উপর কড়া নজর রাখছি ৷”
লালবাজার সূত্রে খবর, এই 67 জনকে চোখের আড়াল হতে দিচ্ছে না কলকাতা পুলিশ । পহেলগাঁওয়ের ঘটনার পর এই 67 জন পাকিস্তানির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এলাকার স্থানীয় পুলিশ কর্মীরা । প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন স্থানীয় থানার সাব ইনস্পেক্টর এবং অতিরিক্ত অফিসার ইনচার্জরা । এই 67 জনের সঙ্গে দেখা করে তাঁদের বিভিন্ন কাগজপত্র ভালোভাবে খতিয়েও দেখা হয়েছে । বর্তমানে তাঁরা কোথায় যাচ্ছেন ? কী উদ্দেশ্যে যাচ্ছেন ? কাদের সঙ্গে দেখা করছেন ? এই সমস্ত গতিবিধির উপর নজর রাখা হচ্ছে পুলিশের তরফে ৷
কাশ্মীরের পহেলগাঁওয়ে একাধিক পর্যটকের মৃত্যুর খবর সামনে আসার পরেই গোটা দেশ তথা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে । দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের আরও অবনতি হয়েছে ৷ ইতিমধ্যেই এই নৃশংস জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানের যোগ সামনে এসেছে । ফলে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ । পালটা প্রত্যাঘাতে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে ৷ পাশাপাশি পাক বিমানের জন্য নিষিদ্ধ করা হয়েছে ভারতের আকাশ ৷ বাতিল করা হয়েছে ভারতে থাকা পাকিস্তানিদের ভিসা ৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের স্থল, জল এবং বায়ুর সেনাপ্রধানদের নিয়ে বৈঠক করেছেন । সেনাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী । এই পরিস্থিতিতে কলকাতা-সহ ভারতে থাকা পাকিস্তানিদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে ৷
আরও পড়ুন:- এই ৩ খাবার খেলেই বাড়ে ফ্যাটি লিভারের ঝুঁকি
আরও পড়ুন:- দিনভর মোবাইলে বুঁদ, শিরদাঁড়া বেঁকে গেল যুবকের । জানতে বিস্তারিত পড়ুন