কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায় ! DA নিয়ে বড় আপডেট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কেন্দ্রীয় সরকারের কর্মীরা সপ্তম পে কমিশনের আওতায়  ৫৩% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেলেও রাজ্য সরকারের কর্মীরা ষষ্ঠ পে কমিশনে ১৪% হারে DA পাচ্ছেন। এর জেরে দীর্ঘ ধরেই আন্দোলন চলছে। এমনকি মামলাও হয়েছে যার বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে আজ অর্থাৎ সোমবার ২৭শে জানুয়ারির দিনটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই কেন্দ্র ও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা একই বেতন কমিশনের আওতায় আসবেন কি না সেটার ভিত স্থাপন হতে পারে! এমনটাই জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত

আসলে আজকেই নতুন বেতন কমিশনের চেয়ারম্যান কে হবেন সেটা নির্ধারিত হতে পারে। এই প্রসঙ্গে ভাস্করবাবু জানাচ্ছেন, কেন্দ্রের সমান আমাদের রাজ্যে বেতন কমিশন চাই কি না সেটা ঠিক হতে পারে সোমবারের বেতন কমিশনের মাথায় কে থাকছেন সেটার উপরেই। আগামীকালের জমায়েতের উপরেই নির্ভর করছে কমিশনের মাথায় কমর্চারীদের পক্ষের নাকি সরকারের অনুগত কেউ বসবেন।

অষ্টম পে কমিশন মঞ্জুরি পেলেও রাজ্য পড়ে ষষ্ঠতেই!

কেন্দ্রের কর্মীরা সপ্তম পে কমিশনের হিসাবে বেতন থেকে শুরু করে ভাতা পেলেও রাজ্য সরকারের কর্মীরা আজও ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। ফলে পার্থক্য থেকেই যাচ্ছে। এরই মাঝে অষ্টম পে কমিশনের ঘোষণা হয়ে গিয়েছে। যেটা খুব সম্ভবত ২০২৬ থেকে চালু হবে। অথচ এখনও পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশন নিয়ে কোনো হেলদোলই দেখা যাচ্ছে না।

২০১৬ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু হয়। যেটা রাজ্যে দীর্ঘ টালবাহানা করার পর ২০২০ সালে এসে চালু হয়। এখন কেন্দ্রে অষ্টম পে কমিশন আসার পরেও কি রাজ্য  ষষ্ঠতেই আটকে থাকবে নাকি সপ্তম বা অষ্টম পে কমিশনের দিকে এগোবে সেটাই দেখার বিষয়।

আন্দোলনেই মাথা নোয়াবে সরকার

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের মতে, বেতন কমিশনের ভবিষ্যৎ কি হবে সেটার একটা ধারণা আজ অর্থাৎ সোমবারেই পাওয়া যেতে পারে। রাজ্য সরকারের কর্মীরা এর আগে আন্দোলনের তীব্রতা বাড়ানোর পরেই নবান্ন DA বৃদ্ধি ঘোষণা করেছিল। আজ সেভাবেই ফের পথে নামছেন তাঁরা। তাই আশা করা হচ্ছে চাপের মুখে পরে পশ্চিমবঙ্গ সরকার মাথা নোয়াতে বাধ্য হবে।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন