কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি জটিল হতেই শুক্রবার সেনসেক্স, নিফটি-র পয়েন্ট কমেছে। বৃহস্পতিবারও দেশের এই দুই স্টক এক্সচেঞ্জ সূচক কমেছিল ০.৫০ শতাংশের আশপাশে। যদিও বুধবার অপারেশন সিঁদুরের পরেও পজ়িটিভে ছিল স্টক সূচকের গ্রাফ। এমনকী পহেলগাম কাণ্ডের পরেও শেয়ার বাজারে বৃদ্ধি অব্যাহত ছিল। কিন্তু পহেলগাম কাণ্ডের পর থেকেই পাকিস্তানের স্টক মার্কেটে থরহরিকম্প অবস্থা। অপারেশন সিঁদুরের পর তা একেবারে ধসে গিয়েছে। বাধ্য হয়ে বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয় করাচি স্টক এক্সচেঞ্জ। কিন্তু এই আবহে পতন হলেও ভারতের বাজারে কিন্তু ধসে যায়নি। এর পিছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বাজার বিশেষজ্ঞরা।

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে এখনও পর্যন্ত ভারতীয় সেনার প্রতাপ ছিল প্রশাতীত। এই যুদ্ধের নিয়ন্ত্রণ কখনও ভারতের হাতের বাইরে যায়নি। এই যুদ্ধে ভারতের তুলনায় পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাই যুদ্ধ পরিস্থিতির যদি অবনতিও হয়, তাহলেও পাকিস্তানের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। এই সেন্টিমেন্ট লগ্নিকারীদের ভরসা জুগিয়েছে।

আরও পড়ুন:- পাকিস্তানের এই দুঃসময়ে হাত ছাড়ল ‘পরম বন্ধু’, জানতে বিস্তারিত পড়ুন

ট্রাম্প ট্যারিফের জেরে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। ডলার দুর্বল হওয়ায় মার্কিন অর্থনীতিও ধাক্কা খেতে পারে। সেই সঙ্গে চিনের অর্থনীতির হোঁচট খাওয়ায় ভারতের বাজারের উপর ভরসা বেড়েছে লগ্নিকারীদের। মূলত এই দুই কারণেই ভারতের স্টক মার্কেটে ধস নামেনি বলে মত বিশেষজ্ঞদের।

এ বছর মার্চ মাস থেকেই ভারতের বাজারে বিদেশি লগ্নি বাড়তে শুরু করেছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা (এফপিআই) টানা ১৬ সেশনে ভারতের বাজার লগ্নির ধারা অব্যাহত রেখেছে। যা ঘরোয়া লগ্নিকারীদেরও ভরসা জুগিয়েছে। এই পরিস্থিতি সাময়িক পতনে বিনিয়োগকারীদের ঘাড়বে না যেতে পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদে ভারতের বাজার পজ়িটিভ রিটার্নের আশা রেখেছেন তাঁরা। বিশ্ব অর্থনীতির দোলাচল পরিস্থিতিতেও ভারতের জিডিপি গ্রোথ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে একাধিক বিশ্লেষক সংস্থা। তাই শর্ট টার্মে ঘাবড়ে না গিয়ে লং টার্মে ভরসা রাখার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন