কে হচ্ছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ? জানা যাবে চলতি সপ্তাহে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন ঘিরে যাবতীয় জল্পনায় অবশেষে ইতি পড়ল। বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল বিজেপি। আগামী বৃহস্পতিবার হবে রাজ্য সভাপতি বাছাইয়ের নির্বাচন। তার আগে বুধবার মনোনয়নপত্র জমার পর্ব সেরে ফেলা হবে। একের বেশি মনোনয়ন জমা না পড়লে বুধবারই রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।

আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

বিজ্ঞপ্তিতে বিজেপি জানিয়েছে, বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার পরে সে দিনই তা ‘স্ক্রুটিনি’ করা হবে। মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা-ও সেই দিনই করে নিতে হবে। বুধবারই চূড়ান্ত প্রার্থিতালিকা প্রকাশ করে দেবে বিজেপি। এর পরে বৃহস্পতিবার নির্বাচনের পরে সে দিনই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে।

বৃহস্পতিবারের নির্বাচনে কারা ভোট দেবেন, সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিজেপি। ওই তালিকায় ২৯৪ জনের নাম রয়েছে। প্রতিটি বিধানসভা এলাকা থেকে এক জন করে প্রতিনিধি এই নির্বাচনে অংশগ্রহণ করেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন