কোনো কারণে দুধ নষ্ট হয়ে গেছে ? কি করবেন দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কোনো কারণে দুধ নষ্ট হয়ে গেছে ?  দুধের উপকারিতা সম্পর্কে আমরা সকলে জানি। দুধের মধ্যে আছে প্রোটিন , ক্যালসিয়াম , পটাশিয়াম, যা আমাদের পেশীকে শক্ত ও মজবুত রাখে। কিন্তু অনেক সময় সামান্য ভুলের জন্য অনেকটা দুধ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমরা অনেকেই জানি না যে, কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে কাজে লাগানো যায়। জানেন কি কেটে যাওয়া দুধের  নানা রকম ব্যবহার আছে।

দেখুন এক নজরে ——

১. জানেন কি নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে তৈরি হয় চিজ। জানেন কি ঘরে কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে সেটি দিয়ে আপনি ছানার বল বানিয়ে তরকারিও করে দিতে পারবেন। এর রেসিপি পেয়ে যাবেন ইন্টারনেটে।

২. জানেন কি নষ্ট হয়ে যাওয়া দুধ ত্বকের জন্য ভীষণ উপকারী। নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে ফেস মাস্ক এর মতো লাগিয়ে শুয়ে পড়ুন। শুকিয়ে গেলে দেখবেন ত্বক উজ্জ্বল হয়ে গেছে।

৩. প্যান কেক বা কেক অথবা অন্য রকম ডিজার্ট বানানোর জন্য কেটে যাওয়া দুধ ব্যবহার করা যায়।

৪. জানেন কি গাছের পরিচর্যা করতে ব্যবহার করা যায় নষ্ট হয়ে যাওয়া দুধ। এর অতিরিক্ত ক্যালসিয়াম গাছে ক্যালসিয়াম সরবরাহ করতে কাজে লাগে।

আরো পড়ুন :- ডঃ আব্দুল কালামের মহান বানী ! জীবন বদলে দেবে

৫. বাড়িতে বিড়াল থাকলে কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে তাদের খেতে দিন।

Highlights

1. কোনো কারণে দুধ নষ্ট হয়ে গেছে ? 

#Milk #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন