কোন ক্ষেত্রে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলে ইনসিউরেন্স মিলবে না ? জেনে নিন কি রায় দিল সুপ্রিম কোর্ট

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বেপরোয়া গাড়ি চালানোর জেরে কারও মৃত্যু হলে ইনসিউরেন্স দাবি করা যাবে না। রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বেপরোয়া গাড়ি চালানোর দায় কখনও ইনসিউরেন্স কোম্পানির হতে পারে না। বিচারপতি পি নরসিমা ও আর মাধবন এই নির্দেশ দেন।

দ্রুত গতিতে গাড়ি চালানোর জেরে এক ব্যক্তি মারা যান। তাঁর স্ত্রী ও ছেলে ৮০ লক্ষ টাকা ইনসিউরেন্স বাবদ দাবি করেন। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, তারা এই মামলায় হস্তক্ষেপ করবে না। কর্ণাটক হাইকোর্টের নির্দেশকে বহাল রাখা হচ্ছে। যে ব্যক্তি খারাপভাবে গাড়ি চালানোর জন্য মারা গিয়েছেন তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় ইনসিউরেন্স কোম্পানি।

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে আমরা হস্তক্ষেপ করছি না। যে স্পেশাল লিভ পিটিশন করা হয়েছে তা খারিজ করা হচ্ছে।’

আরও পড়ুন:- বাড়ি বাড়ি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে SBI. কারা এই সুবিধা পাবেন ? জেনে নিন

২০১৪ সালের ১৮ জুন। মাল্লাসান্দ্রা থেকে আরাশিকেরে যাচ্ছিলেন রাবিশা নামের এক ব্যক্তি। গাড়িতে ছিলেন তাঁর বাবা, বোন ও সন্তানরা। মামলা ওঠার পর কোর্টে প্রমাণিত হয় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি ট্রাফিক আইন মানেননি। দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেজন্য গাড়িটি মাঝরাস্তায় উল্টে যায়।  সেই দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যক্তি।

এই মামলায় কর্ণাটক হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, ‘এই দুর্ঘটনার জন্য দায়ি ওই ব্যক্তিই। তিনিই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। যা কখনও প্রত্যাশিত নয়। এই দুর্ঘটনার জন্য অন্য কেউ দায়ি নয়। তাই ওই ব্যক্তির মৃত্যুর পর উত্তরাধিকাররা কোনও ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। যদি ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে তার অর্থ হবে বেপরোয়াভাবে গাড়ি চালানোকে প্রশ্রয় দেওয়া।’

আরও পড়ুন:- বাজারে ছেয়ে গিয়েছে ভেজাল রসুন, কীভাবে চিনবেন কোনটা খাঁটি? এক ক্লিকে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন