Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কোন দিকে শুঁড় বিশিষ্ট গণেশকে পুজো করবেন ? মা পার্বতী ও দেবাদিদেব মহাদেব শিবের বড় আদরের সন্তান হলে সিদ্ধি দাতা গণেশ। গণেশ দেবকে আবার সিদ্ধিদাতা বলা হয়ে থাকে। গণেশ দেব আবার হিন্দু ধর্মে যে সব দেব দেবী আছেন , তাদের মধ্যে সব থেকে বেশি পূজিত হন তিনি। তবে জানেন কি, জ্যোতিষ শাস্ত্র ও বাস্তু মতে গণেশের শুঁড়ের অবস্থান নিয়েও নানা রকম বিধান দেওয়া রয়েছে। তার উপর বাস্তুর সৌভাগ্য নির্ভর করে। সেটা মেনে চললে আপনার সংসার সুখের হবে।
জেনে নিন কি ধরণের মূর্তি রাখবেন ——-
১. সিদ্ধি দাতা গনেশ দেবতার যেই সব মূর্তিতে শুঁড় ডান দিকে থাকে, সেই সব মূর্তি খুবই শুভ বলে মনে করা হয়। সেই সব ধরণের মূর্তি সাধারণত মন্দিরে রাখা হয়ে থাকে।
২. কিন্তু কোথাও কোথাও বলা হয় বাম দিকে শুঁড় বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি বাড়িতে পুজোর জন্য খুবই শুভ।
৩. ভগবান শিব ও পার্বতীর মাঝ খানে গণেশ দেব বসে রয়েছেন। সেই অবস্থায় যদি দেবতা গণেশের শুঁড় ডান দিকে কুণ্ডলী কৃত থাকে, তাহলে সেই সব মূর্তিতে ঔদাসীন্য বর্তমান।
আরও পড়ুন :- জ্যোতিষ মতে উচ্চশিক্ষায় সফলতা পেতে নজর রাখুন এই বিষয়ের উপর
৪. জানেন তো শিবের দিকে শুঁড় থাকলে গনেশ সিদ্ধি বিনায়ক। গণেশের শুঁড় বাম দিকে মাতা পার্বতীর দিকে থাকে, তিনি পার্বতী ভক্তদের আশির্বাদ করেন। গৃহে শান্তি-সমৃদ্ধি স্থায়ী হয়।
৫. গৃহে রাখলে বাম দিকে শুঁড় বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি রাখাই মঙ্গলের।
সেটা খুবই শুভ।
Highlights
1. কোন দিকে শুঁড় বিশিষ্ট গণেশকে পুজো করবেন ?
2. বাম দিকে শুঁড় বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি রাখাই মঙ্গলের
#Ganesh #Vastu