Bangla News Dunia, Pallab : অবশেষে বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে। ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষার ভুল প্রশ্ন মামলার শুনানি হতে চলেছে। এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী, যারা এই পরীক্ষায় বসেছিলেন এবং যাদের অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে এই রায়ের উপর।
আরও পড়ুন : স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে প্রচুর সুদ ! সারাজীবন টেনশন ফ্রি থাকুন
বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা যায়। মামলাটির নাম হচ্ছে ‘ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম মৌসুমি মিত্র’। এটি আদালতের রোজকার শুনানির প্রথম আইটেম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, অর্থাৎ এই মামলার গুরুত্ব বিচারব্যবস্থার কাছেও অনেক বেশি।
এই মামলার মূল প্রেক্ষাপট শুরু হয়েছিল যখন একদল পরীক্ষার্থী আদালতে যান অভিযোগ নিয়ে যে ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় একাধিক প্রশ্ন ছিল বিভ্রান্তিকর ও অনেক প্রশ্ন ভুলও ছিল। এই অভিযোগের ভিত্তিতে মামলা নম্বর MAT ৯১৭/২০২৪ আদালতে ওঠে। প্রথমদিকে বিচারপতি হরিশ ট্যান্ডন মামলাটি নিষ্পত্তি করলেও, পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হয় যে আরও একটি বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন রয়েছে এই মামলায়। এরপর মামলাটি আবার শুরু হয় এবং হস্তান্তর হয় বর্তমান ডিভিশন বেঞ্চে।
আদালতের নির্দেশে গঠিত হয় একটি তৃতীয় বিশেষজ্ঞ কমিটি। জানা গিয়েছে এই কমিটি তাদের রিপোর্ট ইতিমধ্যেই আদালতে জমা দিয়েছে। রিপোর্টে উল্লেখ রয়েছে যে ইংরেজি এবং গণিত বিষয়ে কয়েকটি প্রশ্নে এখনো স্পষ্ট সিদ্ধান্তে আসা যায়নি বলে বলে জানা গিয়েছে। বিশেষ করে শিক্ষা মনোবিজ্ঞান বা পেডাগজি সম্পর্কিত কয়েকটি প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। তবে এটাও বলা হয়েছে যে অন্তত তিন থেকে পাঁচটি প্রশ্নে পরিষ্কারভাবে ভুল ধরা পড়েছে।
আগে যেখানে সাতটি প্রশ্নকে ভুল হিসেবে উল্লেখ করা হচ্ছিল, সেখানে এখন বিশেষজ্ঞ রিপোর্টে নিশ্চিতভাবে বলা হয়েছে যে তিন থেকে পাঁচটি প্রশ্ন সত্যিই ভুল ছিল। এই তথ্যই এখন মামলার রায়ের মূল ভিত্তি হয়ে উঠতে চলেছে।