Bangla News Dunia, শারদীয়া রায় :- কোয়াইট মোড এলো ফেসবুক নোটিফিকেশনে। ব্যস্ততার ফাঁকে ফেসবুকের নোটিফিকেশন কাজের ব্যাঘাত ঘটায় তাই নিয়ে আসা হলো এই ব্যবস্থা। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা যাবে ফেসবুকের পুশ নোটিফিকেশন। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম টেক ক্রাঞ্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কোয়াইট মোড কন্ট্রোলের জন্য নতুন ‘ইয়োর টাইম অন ফেসবুক‘ বলে একটি সেকশন চালু করেছে ফেসবুক । যাতে ব্যবহারকারী সারাদিনে কতটা সময় ব্যয় করছে তা চার্ট আকারে দেখতে পাওয়া যাবে। ফেসবুক কতৃপক্ষ জানিয়েছে যে নতুন এই ফিচারটি ব্যবহারকারীরা কতক্ষন ফেসবুকে সময় কাটান তার সময় নির্ধারণের বিকল্প হিসেবে দেওয়া হয়েছে। সময় নির্ধারণ ছাড়াও পোস্ট দেখায় আরো নিয়ন্ত্রণ ও নোটিফিকেশন সেট করার সুবিধা আনছে ফেসবুক।
[ আরো পড়ুন :- ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ]
বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রার অনেক পরিবর্তন এসেছে। ঘরে বসে অনেকে করছেন গুরুত্বপূর্ণ অফিসের কাজ। এমন অবস্থায় পরিবর্তিত সময়সূচির সাথে তালমেলানোর জন্য এটি চালু করলো ফেসবুক। প্রয়োজন মতো এই কোয়াইট মোড চালু কিংবা বন্ধ করতে পারবে গ্রাহকরা। এমনকি নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণকরা যাবে এর জন্য। ৯-৫টা অফিস করা চাকুরীজীবি মানুষেরা ওই নির্দিষ্ট অফিস টাইমে বন্ধ রাখতে পারবেন ফেসবুকের নোটিফিকেশন যা হয়তো গুরুত্বপূর্ণ কিন্তু কাজের সময় মনোযোগ নষ্ট করে ।
এই মোড চলাকালীন ফেসবুক গ্রাহকরা লগইন করলে অ্যাপটি সংশিল্ট গ্রাহক কে মনে করিয়ে দেবে কোয়াইট মোড এই মুহূর্তে চালু আছে । এতে করে তার অন্য কাজে মনযোগ দেওয়া সহজ হবে। কতক্ষন তিনি ফেসবুকে থাকবেন তার সময়সীমাও নির্ধারণ করা যাবে এতে। প্রথম দিকে এটি আইওএস সিস্টেমে চালু হবে। এর পরে বেশ কিছুদিন পরীক্ষা চালানোর পরে মে মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এটি পর্যায়ক্রমে চালু করা হবে।
[ আরো পড়ুন :- কতক্ষন বাঁচে করোনা ফোনে জানা গেলো সমীক্ষায় ]
ফেসবুকের কোয়াইট মোড চালু করার পদ্ধতি :
১. আইওএস বা অ্যান্ড্রয়েড থেকে ফেসবুক অ্যাপ চালু করতে হবে
২. নিজ প্রোফাইলে যেতে হবে
৩. সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটি বেছে নিতে হবে।
৪. ওখান থেকে ‘ইয়োর টাইম অন ফেসবুক’ অপশনে যেতে হবে
৫. কোয়াইট মোড টগল করে দিতে হবে