ক্যানসার, ডায়াবেটিস সহ জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

medicine

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার মূল্যবৃদ্ধির জের পড়তে চলেছে স্বাস্থ্য খাতেও। ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগ এবং অ্যান্টিবায়োটিকের মতো জরুরি ওষুধের দাম বাড়াতে পারে সরকার। একটি সরকারি সূত্র উদ্ধৃত করে বিজনেস টুডের খবর, ১.৭ শতাংশ বাড়তে চলেছে ওষুধের দাম।

ওষুধের দাম কেন বাড়ছে? 

বিজনেস টুডে-কে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)-এর সাধারণ সম্পাদক রাজীব সিংহল জানিয়েছেন, ওষুধের দাম বাড়িয়ে ওষুধ শিল্প বাঁচতে পারে। কাঁচামালের দাম এবং অন্যান্য খরচ বাড়ছে।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সেরা বেসরকারি স্কলারশিপ ২০২৫। দেখে নিন

বাজারে নতুন দাম কবে থেকে? 

সরকার ওষুধের দাম বাড়ানোর পর দুই থেকে তিন মাস পরে এর প্রভাব দেখা যাবে। কারণ ইতিমধ্যেই ৯০ দিনের স্টক রয়েছে।

ফার্মা কোম্পানিগুলির বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ

ওষুধ কোম্পানিগুলির বিরুদ্ধে প্রায়ই নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়। সংসদীয় স্থায়ী কমিটির একটি রিপোর্ট অনুযায়ী, ওষুধ কোম্পানিগুলি বারবার অনুমোদিত মূল্য বৃদ্ধির সীমা লঙ্ঘন করে। জাতীয় ঔষধি মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ (এনপিপিএ) ৩০৭টি ক্ষেত্রে ফার্মা কোম্পানিগুলিকে নিয়ম লঙ্ঘন সনাক্ত করেছে।

সরকারি নিয়ম কী বলছে? 

এনপিপিএ ২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারের অধীনে ওষুধের দাম নির্ধারণ করে। সমস্ত ফার্মা কোম্পানিকে নির্ধারিত সীমার মধ্যে দাম রাখার নির্দেশ দেওয়া হয়। ওষুধের দাম কমলে রোগীরা সরাসরি সুবিধা পান। জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধ তালিকা ২০২২-এর অধীনে মূল্য নিয়ন্ত্রণের কারণে রোগীদের বার্ষিক ৩৭৮৮ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

আরও পড়ুন:- ‘স্তনে হাত দেওয়া…’, ধর্ষণের চেষ্টা নয়, এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে সুপ্রিম কোর্ট কি বললো, জানুন

আরও পড়ুন:- এই ডিভিশনে বাতিল ও রুট পরিবর্তন একাধিক ট্রেনের, দেখে নিন তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন