কয়েক বছরে ভারতে ক্যানসারে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়বে , চাঞ্চল্যকর তথ্য ICMR-এর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কয়েক বছরে ভারতে ক্যানসারে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়বে। সম্প্রতি, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ আইসিএমআরের তরফ থেকে ক্যান্সার সংক্রান্ত এক নতুন গবেষণা তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে ICMR-র দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা প্রায় ১২ শতাংশ বাড়তে চলেছে। এতে ২০২৫ সালের মধ্যেই দেশের প্রায় ১৫ লক্ষ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত হবেন বলে জানাচ্ছে ICMR।

ICMR-র গবেষকরা জানাচ্ছেন, দেশে যেভাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ২০২০ সালের মধ্যেই দেশের প্রায় ১৩ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে চলেছেন। আইসিএমআরের রিপোর্ট বলছে,উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে অধিক পরিমাণে সিগারেট এবং তামাকজাত পদার্থ সেবন করার কারণে সেখানে মুখ এবং গলায় ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

দেশের বিভিন্ন জায়গার ক্যানসার রিসার্চ ইনস্টিটিউট, হাসপাতাল-নার্সিংহোম এবং ক্যানসার আক্রান্ত রোগীদের উপরে সমীক্ষা চালিয়ে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ICMR। দেশে এই মুহূর্তে ফুসফুস ও গলার ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা উলেখযোগ্য ভাবে প্রায় ২৭ শতাংশ বেড়েছে। এছাড়াও খাদ্যনালীর ক্যানসার,জরায়ু, ত্বক ও স্তন ক্যানসার নিয়েও উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই মহিলারা স্রেফ লজ্জার কারনে তাদের শারীরিক অসুবিধাগুলির কথা ডাক্তারকে জানাতে সংকোচ বোধ করেন। মহিলাদের ক্ষেত্রে স্তন এবং জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। পিরিয়ডের সমস্যা, বেশি বয়সে মেনোপজ, ওবেসিটি, বেশি বয়সে সন্তানধারণ, সন্তানকে ব্রেস্ট ফিড না করালে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও পরিবারের কোনো সদস্যের ক্যান্সার থাকলেও, জিনগতভাবে ক্যান্সারে আক্রান্ত হতে পারেন পরিবারের অন্য সদস্যরা।

Highlights

1. কয়েক বছরে ভারতে ক্যানসারে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়বে

2. জিনগতভাবে ক্যান্সারে আক্রান্ত হতে পারেন

#ক্যান্সার #ICMR 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন