খড়গপুরে মহিলা বিক্ষোভকারীকে ‘চোদ্দো পুরুষ’, ‘বাপ-ঠাকুরদা’ তুলে চেঁচামেচি দিলীপের, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- খড়গপুরে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন বিজেপি-র প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। একেবারে ‘বাপ-ঠাকুরদা’ তুলে তুমুল বচসায় জড়ালেন। দিলীপ চেঁচিয়ে বললেন, ‘কারও বাপের টাকায় করিনি রে। টাকা দিয়েছি।’ পাল্টা বিক্ষোভকারী মহিলার চিত্‍কার, ‘আপনি বাপ তুলে কেন কথা বলছেন!’

‘কারও বাপের টাকায় করিনি রে, টাকা  দিয়েছি’

আজ অর্থাত্‍ শুক্রবার খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তাঁর সাংসদ থাকাকালীন তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তখনই স্থানীয় এক মহিলা দিলীপ ঘোষকে কটাক্ষ করেন। বিক্ষোভ দেখিয়ে বলেন, ‘যখন রাস্তার সমস্যা ছিল তখন কোথায় ছিলেন ?’ এই প্রশ্নেই মেজাজ হারান দিলীপ। পাল্টা বলেন, ‘কারও বাপের টাকায় করিনি রে। টাকা দিয়েছি।’ এরপরেই বিক্ষোভকারী ওই মহিলা বলেন, ‘আপনি বাপ তুলে কেন কথা বলছেন? আপনি এমপি হয়ে বাপ তুলে কথা বলতে পারেন ?’

তখন দিলীপ ঘোষ বলেন, ‘বেশ করেছি। চোদ্দো পুরুষ তুলব। গলা টিপে দেব।’ এরপর মহিলার চিত্‍কার, ‘কেন কে অধিকার দিয়েছে আপনাকে ?’ দিলীপ ঘোষ তখন বলেন, ‘প্রদীপকে বলো।’ উত্তরে মহিলা বলেন, ‘প্রদীপকে বলবো কেন?’

আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন