‘খাঁটি ঘি’ আর ‘দেশি ঘি’র মধ্যে পার্থক্য কী? কেনার আগে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঘিয়ের কৌটোয় নানারকম লেখা থাকে। কোথাও লেখা থাকে ‘Pure Ghee’। আবার কোথাও লেখা থাকে ‘Desi Ghee’। এই দু’টির পার্থক্য কী?

তত্ত্বগতভাবে এই দু’টির কোনও তফাৎ নেই। তাহলে কী দেখে ভাল ঘি কিনবেন?

নিয়ম অনুযায়ী, Agmark স্ট্যাম্প লেবেলে ছাপানো আছে, এমন ঘি-ই মানের দিক থেকে ভাল।

এই আগমার্ক শুধুমাত্র ঘি তৈরির প্রক্রিয়ার ভিত্তিতেই দেওয়া হয়।

আরও পড়ুন:- 1 জুলাই কেন পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস ? জেনে নিন ইতিহাস

গরুর ঘির জন্য আরএম ভ্যালুর ভিত্তিতে এই Agmark সার্টিফিকেট দেওয়া হয়।  এমতাবস্থায় বলা যায়, বাজারের Agmark দেওয়া প্রায় সব ঘি একই রকম।

বিভিন্ন কোম্পানি মার্কেটিং পদ্ধতি অনুযায়ী প্যাকেটে খাঁটি ঘি, দেশি ঘি, খাঁটি দেশি, পিওর ঘি ইত্যাদি লিখে বিক্রি করে।

ফলে কৌটোর ঘি কেনার সময় আগমার্ক দেখে কিনতে পারেন।

বিশুদ্ধ ঘিয়ের বহু উপকারিতা রয়েছে। তাই সঠিক ঘি কেনার বিষয়ে সতর্ক থাকুন।

আরও পড়ুন:- মাটির নিচে ফাটবে এমন মিসাইল বানাচ্ছে ভারত, ভয়ে ঘুম হারাম চিন-পাকিস্তানের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন