Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শহরের উন্মুক্ত শৌচালয় নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগমের বস্তি বিভাগ । সব খোলা শৌচালয় সুন্দরভাবে সংস্কার করে ঢাকা হবে । থাকবে দরজা, জলের ব্যবস্থাও । এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পথসাথী’ । পাইলট প্রজেক্ট হিসেবে বেলেঘাটা 30 নম্বর ওয়ার্ডে দুটি শৌচালয় তৈরি করা হয়েছে ।
বিভিন্ন দিক থেকে ধীরে ধীরে সেজে উঠছে কলকাতা । মোহময়ী আলো থেকে সবুজায়ন বা কসমেটিক ডেভলপমেন্টের ছোঁয়াতে চোখ ধাঁধানো রূপ নিয়েছে মহানগর । তবে সেই মহানগরে চাঁদের কলঙ্কের মতো এদিক ওদিক দেখা যায় উন্মুক্ত শৌচালয় । দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর সেই সব শৌচালয় কলকাতার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । তবে সেই কাঁটা উপড়ে ফেলা যাবে না । কারণ শহরবাসী ও প্রতিদিন শহরে আসা লক্ষ লক্ষ মানুষের শৌচকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এগুলি ।
তাই সাধারণ মানুষের প্রয়োজন, ব্যবহারকারীদের স্বাস্থ্য ও পরিবেশের কথা ভেবে কলকাতা পুরনিগম শৌচালয়গুলি সংস্কারের পথে হাঁটছে ৷ স্টেট আরবান ডেভলপমেন্ট (সুডা)-র টাকায় প্রথম ধাপে শহরে হবে 100টি ‘পথসাথী’ । কর্তৃপক্ষের দাবি, উন্মুক্ত শৌচালয় সংস্কার করে পরিবেশ থেকে দৃশ্যদূষণ ঠেকানোও সম্ভব হবে এই প্রকল্পের আওতায় ।
আরও পড়ুন:- দিনে মাত্র এত পা হাঁটলে ১৩ ধরনের ক্যান্সারের ঝুঁকি কমে যায়, বলছে গবেষণা
এই প্রসঙ্গে পরিবেশ ও বস্তি বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, “শহর জুড়ে কোথাও কাউন্সিলরের উদ্যোগে, কোথাও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, আবার কোথাও বস্তি বা ইঞ্জিনিয়ার বিভাগের তরফে তৈরি হয়েছিল উন্মুক্ত শৌচালয় । দীর্ঘ বছর ধরে চলার জেরে সেগুলি অস্বাস্থ্যকর হয়ে গিয়েছে । এগুলি ব্যবহারকারীদের শরীর স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতিকারক, তেমন দৃশ্য ও পরিবেশ দূষণও হচ্ছে । তাই এগুলো ‘পথসাথী’ প্রকল্পের আওতায় নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে ।”
‘পথসাথী’ শৌচালয়
তাঁর কথায়, “পাইলট প্রজেক্ট হিসেবে দুটি ‘পথসাথী’ করা হয়েছে । 7-8টা ‘পথসাথী’ পাইপ লাইনে আছে । 100টা প্রথম ধাপে করা হবে ৷ আর্থিক সাহায্য চেয়ে সুডার কাছে প্রজেক্ট পাঠানো হয়েছে । এখানে শৌচকাজ করলে কোনও পয়সা দিতে হবে না । আগে শৌচালয় খোলা থাকায় ব্যবহারকারীর অনেক সময় অস্বস্তি হত ৷ এখন দরজা থাকবে । স্থানীয় কাউন্সিলর ওয়ার্ডের সাফাই কর্মীকে দিয়ে নিয়মিত পরিষ্কার করাবে ‘পথসাথী’গুলি । শহরে এমন সবমিলিয়ে কমবেশি 500টি শৌচালয় আছে, দফায় দফায় সেগুলি সংস্কারের কাজ হবে । ইতিমধ্যেই সুলভগুলি অত্যাধুনিকভাবে তৈরি হয়েছে, যা পাঁচতারা হোটেলের শৌচালয়ের মতো । আবার চালু হচ্ছে ‘পথক্ষণিকা’ । নয়া সংযোজন ‘পথসাথী’ ।”
আরও পড়ুন:- আজকাল অনেকের অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে কেন? জেনে নিন প্রতিকার