গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিতকে চাকরি থেকে বরখাস্ত করল কলেজ, কলেজ থেকে বহিস্কৃত বাকি দুই

By Bangla News Dunia Dinesh

Published on:

gangrape_5d52926f837d2

Bangla News Dunia, দীনেশ :- গণধর্ষণ কাণ্ডে কড়া পদক্ষেপ করল কসবা ল’ কলেজ। মূল অভিযুক্ত ‘এম’ ওরফে মনোজিতকে চাকরি থেকে বরখাস্ত করা হল। পাশাপাশি কলেজ থেকে বহিষ্কার করা হল অপর দুই অভিযুক্তকেও। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। মঙ্গলবার কলেজের পরিচালনা সমিতি প্রথমবার বৈঠকে বসে। বৈঠকে হাজির ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব এবং কলেজের অধ্যক্ষা নয়না চট্টোপাধ্যায়। উপস্থিত সদস্যরা সহমত হয়ে তিন জনের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন:- যাত্রীদের ভোগান্তি কমলো, এবার ট্রেন ছাড়ার অনেক আগেই রিজার্ভেশন চার্ট।

আরও পড়ুন:- যৌবনের এই ভুলগুলো নষ্ট করে দেয় সারাটা জীবন, সাবধান করেছেন চাণক্য

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন