Bangla News Dunia, Pallab : বৃহস্পতিবার মধ্যরাতে ভারতের ৩৬ জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান (India-Pakistan), ৩০০ থেকে ৪০০ বার হামলা চালানো হয়। কিন্তু ভারতীয় সেনা (Indian Army) সেই হামলা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই তথ্য প্রকাশ্যে এনেছে বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনা। এদিন কর্নেল সোফিয়া কুরেশি ও ব্যোমিকা সিং জানান, পাকিস্তান বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখায় লাগাদার গোলাবর্ষণ করেছে। পাশাপাসি ভারতের ৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ বার ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালায়। ভারতীয় সেনা বাহিনী সেই হামলা প্রতিহত করেছে।
আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
কয়েকটি ড্রোনকে ভারতীয় সেনা গুলি করে নামিয়েছে বলেও দাবি করা হয়েছে। ড্রোনগুলির ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে সেনা। প্রাথমিকভাবে জানা গেছে, ড্রোনগুলি তুরস্কের (Turkey) তৈরি। একই সঙ্গে পাক যুদ্ধবিমান ভাতিণ্ডা সেনা ছাউনিতেও হামলার চেষ্টা করে। সেই চেষ্টাতেও তারা সফল হয়নি। ভারতীয় সেনার তরফে পাকিস্তানের চারটি বিমানঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
ভারতের অভিযোগ, পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ না রেখে অসামরিক বিমান পরিষেবার জন্য খুলে দিয়েছে। এমনকি আন্তর্জাতিক বিমানও চলাচল করছে। ভারতের অভিযোগ, অসামরিক বিমানকে ঢাল করে হামলাকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। বিদেশ সচিব বিক্রম মিসরির দাবি, মুখে ধর্মীয়স্থানে হামলা না করার কথা বললেও পাকিস্তান পুঞ্চের এক গুরুদ্বারে হামলার চেষ্টা চালিয়েছে। পাকিস্তান বিশ্বকে পরিস্থিতির ভুল ব্যাখ্যা করছে বলেও জানান তিনি।
আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন