গত সপ্তাহে শেয়ার দর বেড়েছে, সোমবারে নজর রাখুন ১০০ টাকার কম দামের এই তিন স্টকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীর্ঘ পতনের ধাক্কা কাটিয়ে শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে গত সপ্তাহে। যদিও গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট কমেছে ০.৩ শতাংশের আশপাশে। নিফটি৫০ ৭৩ পয়েন্ট কমে ৩৩ হাজার ৩৯৭ পয়েন্টে দাঁড়িয়ে। অন্য দিকে সেনসেক্স ২০০ পয়েন্ট কমে রয়েছে ৭৩ হাজার ৮২৮ পয়েন্টে। গত সপ্তাহে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার প্রবল ধাক্কা খেয়েছে। যদিও সেই ধাক্কার প্রভাব অনেকটাই সামাল দিতে সক্ষম হয়েছে ব্যাঙ্কিং সেক্টরের অন্যান্য স্টকগুলি। এই পরিস্থিতি বেশ কয়েকটি স্টকের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। এ সপ্তাহে লগ্নির কথা ভাবলে কিনতে পারেন এই সমস্ত স্টক।

পশুপতি আক্রিলন লিমিটেড: আক্রিলিক ফাইবার, আক্রিলিক সংক্রান্ত বিভিন্ন পণ্য তৈরি করে এই সংস্থা। গত এক মাসে এই স্টকের পারফরম্যান্স যথেষ্ট উল্লেখযোগ্য। শেষ ট্রেডিং সেশনে ৫.১৮ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ার দর হয়েছে ৫৫.২০ টাকা। গত পাঁচ ট্রেডিং সেশনে ৩২ শতাংশের বেশি দাম বেড়েছে এই সংস্থার। টার্গেট প্রাইস ৬০ টাকা এবং স্টপ লস ৫৩.৫ টাকা।

আরও পড়ুন:- ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানতে বিস্তারিত পড়ুন

এমটিএনএল: মহানগর টেলিফোন নিগম লিমিটেড বিএসএনএল-এর অধীনস্ত সংস্থা। গত সপ্তাহে এই সংস্থার শেয়ার পারফরম্যান্স বেশ ভালো। শেষ ট্রেডিং সেশনে প্রায় সাড়ে ১২ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ার দর হয়েছে ৪৮.৭৮ টাকা। গত পাঁচ ট্রেডিং সেশনে ১৪.৭০ শতাংশ দর বেড়েছে এই শেয়ারের। গত সপ্তাহে অ্যাসেট মনিটাইজ়েশনের মাধ্যমে ২ হাজার ১৩৫ কোটি টাকা এসেছে সংস্থার কাছে। এর জেরেই এক লাফে অনেকটা দাম বেড়েছে। এর টার্গেট প্রাইস ৫২.৫ টাকা এবং স্টপ লস ৪৬.৫ টাকা।

এসইপিসি লিমিটেড: ইন্টিগ্রেটেড ডিজ়াইন, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন এবং প্রোজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসের সঙ্গে জড়িত রয়েছে এই সংস্থার শেয়ার দর গত এক সপ্তাহে অনেকটা বেড়েছে। বৃহস্পতিবার সেনসেক্স, নিফটি কমলেও এই সংস্থার শেয়ার দর ৬.৫৭ শতাংশ বেড়েছে। গত পাঁচ ট্রেডিং সেশনে তা বেড়েছে প্রায় ১৭ শতাংশ। এখন এই শেয়ারের দাম ১৬.৩৯ টাকা। এর টার্গেট প্রাইস ১৮ টাকা এবং স্টপ লস ১৫.৭৫ টাকা।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা, কারণ জানলে চমকে যাবেন

আরও পড়ুন:- বাইক কতদিন অন্তর সার্ভিস করাবেন? ইঞ্জিন অয়েল কত কিমি অন্তর বদলাতে হয়? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন