Bangla News Dunia, Pallab : প্রাথমিক ভাবে রাজ্য সরকার ৩১ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছিল। তবে, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি দেখে সরকার আরও ৭ দিনের ছুটি বাড়ানোর পরিকল্পনা করছে। ফলে ২ জুন থেকে স্কুল খোলার কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে।
আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা
সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এমন পদক্ষেপ নিতে চলেছে। যদিও এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফে কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি, প্রশাসনিক স্তরে আলোচনা চলছে।
বর্ষা না এলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, যদি বর্ষা নির্ধারিত সময়ে না আসে, তবে তাপমাত্রা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠানো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। ফলে রাজ্য সরকার চায়, বর্ষা আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখাই নিরাপদ।
স্কুল খোলার সম্ভাব্য নতুন তারিখ
বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি ৩১ মে পর্যন্ত ঘোষিত। কিন্তু ৭ দিন ছুটি বাড়লে স্কুল খোলার নতুন সম্ভাব্য তারিখ হতে পারে ৯ জুন ২০২৫। এই সময়ের মধ্যে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে তবেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !