Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরমের ছুটি আসছে। ছুটিতে কোথায় যাবেন পরিবার নিয়ে তা নিয়ে এখন থেকেই প্ল্যানিং শুরু করে দিয়েছে বাঙালি। তবে সবার পক্ষে হিল্লি-দিল্লি যাওয়া সম্ভব হয় না। দার্জিলিং কিংবা গ্যাংটকের খরচও আগের চেয়ে বেড়েছে। পাশাপাশি স্কুলে ছুটি থাকলেও প্রাইভেট কোম্পানিতে লম্বা ছুটি মেলে না অনেক সময়। তাই অনেকেরই ভরসা উইকেন্ডের একদিনের ছুটি। তাতে আর কোথায় যাওয়া যায়?
আপনি হয়তো জানেন না। অনেক জায়গায় যাওয়া যায়। তাও আবার খুব কম খরচে। তাহলে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও বাজেট বড় চিন্তার বিষয়। চিন্তা নয়! কলকাতা থেকে মাত্র ৫০০০ টাকায় পুরো ফ্যামিলি নিয়ে দিনে দিনে ঘুরে আসতে পারেন এমন ৭টি মনভোলানো জায়গা রয়েছে। জেনে নিন সেই তালিকা!
১. শান্তিনিকেতন (Shantiniketan)
দূরত্ব: 160 কিমি
যাওয়ার উপায়: ট্রেনে বা গাড়িতে (4 ঘন্টা)
খরচ: ট্রেন ভাড়া 100–150 টাকা, খাবার 1000 টাকা (ফ্যামিলি), লোকাল ঘোরা 1000
দর্শনীয়: রবীন্দ্রভবন, বিশ্বভারতী, সোনাঝুরি হাট
বিশেষত্ব: সংস্কৃতি, শান্তি, গ্রামীণ পরিবেশ
২. মন্দারমণি (Mandarmani)
দূরত্ব: 180 কিমি
যাওয়ার উপায়: প্রাইভেট গাড়ি বা বাস (5 ঘন্টা)
খরচ: গাড়ি ভাড়া 3000 (শেয়ার করলে কম), খাবার 1000, বিচ ঘোরা 1000
দর্শনীয়: সমুদ্র সৈকত, বিচ ড্রাইভ
বিশেষত্ব: ক্লিন বিচ, নোনতা বাতাস, সূর্যোদয়
৩. বোলপুর (Bolpur)
শান্তিনিকেতনের পাশেই, একদিনে কম খরচে সফর
হাট: কাঁকালী, সোনাঝুরি
লোকাল হস্তশিল্প শপিং
৪. তাজপুর (Tajpur)
দূরত্ব: 170 কিমি
সমুদ্রের ধারে শান্ত পরিবেশ
অ্যাডভেঞ্চার স্পোর্টস ও ক্যাম্পিং সুবিধা
৫. বরানগর–চন্দননগর–শ্রীরামপুর হেরিটেজ ডে ট্যুর
দূরত্ব: 30–50 কিমি
যাওয়ার উপায়: লোকাল ট্রেন
দর্শনীয়: ফরাসি স্থাপত্য, হুগলি ঘাট, মিউজিয়াম
৬. রায়চক ও ফোর্ট রিসর্ট এলাকা
দূরত্ব: 50 কিমি
দেখার মত: নদীর ধারে ফোর্ট, রিসর্ট ক্যাফে
কম খরচে ঘোরার সুযোগ
৭. ইকোপার্ক ও নিউটাউন জোন
ক্লাসিক ডে আউট উইথ কিডস
সাইকেল রাইড, নৌকা ভ্রমণ, ৭ ওয়ান্ডার পার্ক
খরচ: প্রবেশমূল্য ৩০–৫০ টাকা, খাবার ১০০০ (ফ্যামিলি)
কি থাকছে ₹৫০০০ বাজেটে:
লোকাল ট্রেন/বাস যাত্রা
হালকা খাবার ও লাঞ্চ (ফ্যামিলি স্পেশাল)
আরও পড়ুন:- Paracetamol বেশি খেলেই লিভার-কিডনির মারাত্মক ক্ষতি, বিকল্প উপায় কী? জানুন
আরও পড়ুন:- ভারতেই এই দুই মিসাইলের সামনে পাকিস্তানের সব শক্তি ফিকে । বিস্তারিত জেনে নিন