গরমে লিচু আর কলা খেলে শরীরে কি ঘটবে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

লিচু

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরমে যেসব ফল পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল লিচু।

লিচু খেতে অনেকেই ভালবাসেন। মিষ্টি এই ফল খেতে পছন্দ করেন অনেকেই।

পুষ্টিবিদদের মতে, লিচু আমাদের শরীরের জন্য খুবই শুভ। তবে এই ফল খেলে নানা সমস্যাও হয়।গরমে লিচু খেলে শরীরে কী প্রভাব পড়ে, জেনে রাখুন…

বিশেষজ্ঞদের মতে, লিচুতে শর্করার পরিমাণ বেশি থাকে। তাই ডায়াবিটিস রোগীদের জন্য লিচু বিপজ্জনক হতে পারে।

রোজ মুঠো মুঠো লিচু খেলে অনেক সময় রক্তচাপ কমে যেতে পারে।অতিরিক্ত লিচু খেলে চুলকানি, ত্বকের প্রদাহের সমস্যা হতে পারে।

কলা

গরমে কলা খাওয়া শরীরের পটাশিয়াম ব্যালেন্স রাখতে সাহায্য করে, তবে সবসময় কি উপকারী?

তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে: কলায় থাকা ইলেকট্রোলাইট শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে, যা গরমে হিটস্ট্রোক থেকে রক্ষা করে।

পটাশিয়াম সমৃদ্ধ: কলা শরীরের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে, যা ঘামে বেশি পরিমাণে বের হয়ে যায়।

শক্তি বাড়ায়: গরমে ঘাম ও দুর্বলতা থেকে ক্লান্তি এড়াতে কলা তাৎক্ষণিক শক্তি দেয়

ডিহাইড্রেশন রোধে উপকারী: কলার প্রাকৃতিক মিনারেলস শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

হজমে সহায়ক: গরমে পেটে অস্বস্তি হলে কলার ফাইবার হজমে সহায়তা করে।স্কিন হেলথে ভালো প্রভাব ফেলে: কলার ভিটামিন B ও C ত্বকের জ্বালা ও ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে।

 

মুড ভালো রাখতে সাহায্য করে: কলায় থাকা ট্রিপটোফান ও ডোপামিন গরমে মানসিক অস্থিরতা কমায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে।ওজন নিয়ন্ত্রণে সহায়ক: কলার ফাইবার গরমে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে।

সবসময় খাওয়া উচিত নয়: যাদের ডায়াবেটিস বা কিডনির সমস্যা আছে, গরমে প্রতিদিন কলা খাওয়া তাদের জন্য বিপজ্জনক হতে পারে।

আরও পড়ুন:- পৃথিবীতে জীবনের শেষ কবে ? হিসেবে করে বলে দিলেন বিজ্ঞানীরা। জেনে নিন

আরও পড়ুন:- ১ লা জুন থেকে বদলাচ্ছে ট্রাফিক আইন, জেনে নিন নতুন নিয়ম ও জরিমানার বিধি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন