Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বৈশাখের দাবদাহে সন্ধের কালবৈশাখী যেন স্বস্তির নিঃশ্বাস। বিশ্ব উষ্ণায়নের যুগে তারও দেখা মেলে কপাল জোরে। তাই স্বস্তির খোঁজ করতে ‘বাংলা নিউস দুনিয়া’ গিয়ে হাজির হলো শহরের মিস্ট গার্ডেনে।
গরম থেকে বাঁচার কৌশল হলো মিস্ট গার্ডেন। ভারতের সবচেয়ে বড় আরবান পার্ক ‘প্রকৃতি তীর্থ’-এর কোলে রয়েছে সবুজে মোড়া এই গার্ডেনটি। নিশ্চয়ই ভাবছেন এমন পার্ক কলকাতায় আবার কোথায়? যাহা নিউটাউনের ইকো পার্ক, তাহাই ‘প্রকৃতি তীর্থ’। আর সেখানেই গরমে স্বস্তি জোগাচ্ছে মিস্ট গার্ডেন। যে উদ্যান দিয়ে হেঁটে গেলেই আপনাকে এক পশলা ভিজিয়ে দেবে জলের কণা। তীব্র গরমের মধ্যে স্বস্তি এনে চোখে-মুখে এবং মনে।
গরম থেকে বাঁচার উপায়
মিস্ট গার্ডেনের উদ্দেশ্য হলো ‘বিট দ্য হিট’। তীব্র গরমের হাত থেকে স্বস্তি জোগানো, পরিবেশকে শীতল রাখা, গাছদের জল সরবরাহ করা— এমন নানা কারণে মিস্ট গার্ডেনের উদ্ভব। নিউ ইয়র্ক, টোকিওর মতো বিশ্বের বিভিন্ন শহরের এই ফিচার রয়েছে। এখন খাস কলকাতাতেও মিলছে মিস্ট গার্ডেনে সময় কাটানোর সুযোগ।
শাওয়ার এরিয়া
ইকো পার্কের ট্রপিকাল ট্রি গার্ডেনের মধ্যে রয়েছে মিস্ট গার্ডেন। অঞ্চলটি চিহ্নিত করা রয়েছে ‘শাওয়ার এরিয়া’ নামে। লম্বা রাস্তার দু’ধারে পাইপ দিয়ে তৈরি করা হয়েছে শাওয়ার। এখান দিয়ে হেঁটে গেলেই জলের কণা এসে পড়বে আপনার গায়ে। প্যাচপ্যাচে গরমের মধ্যে এক পশলা স্বস্তি। আবার একটা জায়গায় গোল করে রয়েছে শাওয়ারের সুবিধা। নীচে বসার জায়গাও রয়েছে। গরম থেকে বাঁচতে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন মিস্টের তলায় বসে।
সবুজে মোড়া গার্ডেন
কংক্রিটের জঙ্গলে থেকেও প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ রয়েছে ইকো পার্কে। গরমে উপরি পাওনা মিস্ট গার্ডেন। এখানে আসার অর্থ হলো, সবুজে চোখের আরাম, মুক্ত বাতাসে ফুসফুসের আর মিস্টে মনের। আসলে ইকো পার্কের এই অংশটি ঘেরা শিমুল, পলাশ, কাঠবাদাম, কদম, ছাতিম থেকে শুরু করে আম, রাধাচূড়া, বাগানবিলাস বিভিন্ন গাছে। তাই এই মিস্ট গার্ডেনের জল শুধু যে ইকো পার্ক ঘুরতে আসা মানুষের ক্লান্তি দূর করে, তা নয়। আশেপাশের গাছেদেরও স্বস্তি জোগায়। মাটিকে শীতল করে তোলে।
ডেটিং-এর জন্য আদর্শ
ইকো পার্কের অন্যান্য অংশের তুলনায় একটু বেশিই ভিড় এখানে। এই গার্ডেনে চলতে ফিরতে মানুষ মুঠোভর্তি ফোনে বন্দি করছেন বিশেষ মুহূর্ত। জোরকদমে চলছে রিলস বানানো। আবার কেউ কেউ ডুয়ল সাইকেল ভাড়া করে মজা নিচ্ছেন মিস্টের। এখানে দিয়ে আট থেকে আশি যে-ই যাচ্ছেন, সবার মুখে হাসি এনে দিচ্ছে জলের কণা। বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে সময় কাটানো হোক বা সঙ্গীর সঙ্গে ডেটিং— আউটিং-এ অনন্য মাত্রা এনে দিচ্ছে মিস্ট গার্ডেন।
মায়াবী মিস্ট গার্ডেন
সন্ধে হলে মায়াবী হয়ে ওঠে মিস্ট গার্ডেন। পার্কের সমস্ত আলো জ্বলে ওঠে। আর গার্ডেনটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন চারপাশ কুয়াশায় ঢেকে গিয়েছে। এমন শীতল ও সবুজে মোড়া জায়গায় বসে আড্ডা জমাতে কার না মন চায় বলুন তো?
মিস্ট গার্ডেনের খুঁটিনাটি
মিস্ট গার্ডেন যাওয়ার জন্য আপনাকে ইকো পার্কের ৩ নং গেট দিয়ে প্রবেশ করতে হবে। গেট দিয়ে ঢুকে বাঁ দিকে একটু হাঁটলেই দেখা পাবেন মিস্ট গার্ডেনের। মঙ্গলবার থেকে রবিবার বিকাল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মিস্ট গার্ডেন খোলা থাকে। সোমবার মিস্ট গার্ডেন-সহ ইকো পার্ক বন্ধ থাকে। মিস্ট গার্ডেনের জন্য আলাদা টিকিট কাটতে হয় না।
আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন