Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সংসদে জবাবি ভাষণের শুরু থেকে শেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় রইল গান্ধী পরিবার। নজিরবিহীন ভাবে গান্ধী পরিবারের সমস্ত সদস্যের উদ্দেশেই তোপ দাগলেন মোদী। কংগ্রেসের কারণেই পিছিয়ে দেশ। আরও একবার সংসদে এই তত্ত্বই শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। তাঁর দাবি, দেশ কংগ্রেসের কারণেই ৪০-৫০ বছর দেরিতে এগোচ্ছে। নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীরও প্রসঙ্গ ভাষণে টেনে আনেন মোদী।
সংসদে দাঁড়িয়ে বিজেপি সরকারের কাজের খতিয়ান পেশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘গরিবদের আসল বিকাশ ঘটিয়েছি আমরাই। ৫০ বছর ধরে শুধু গরিবি হটানোর স্লোগান শুনে এসেছে দেশ কিন্তু গরিবদের জন্য আসল কাজ এখন হচ্ছে। আমরা ২৫ কোটি মানুষকে গরিবি থেকে মুক্তি দিয়েছি। এ দিকে কোনও কোনও নেতা শুধু গরিবের ঝুপড়িতে গিয়ে ছবি তোলায়। এ দিকে সংসদে তাদের নিয়ে একটা কথাও বলেন না। বরং তাদের ফোকাস বাড়িতে জাকুজ়ি আর বিলাসবহুল শাওয়ার বসানো।’ নাম না করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশেও তোপ দাগেন প্রধানমন্ত্রী।
মোদী দাবি করেন, নিম্নবিত্তের সঙ্গে সঙ্গে মধ্যবিত্তদের স্বপ্নপূরণের কথা প্রথম ভেবেছে বিজেপি সরকার। তাঁর কথায়, ‘মধ্যবিত্তের মনের কথাও আমরাই শুনেছি। তা শোনার জন্য মনের ইচ্ছা থাকাটাই আসল।’ এ প্রসঙ্গে মোদী সংসদে ১২ লাখ টাকা আয় পর্যন্ত ট্যাক্স মুক্তির সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন। একইসঙ্গে মনে করিয়ে দেন, কংগ্রেস সরকারের আমলে মাত্র ২ লাখ টাকা আয়েও কর দিতে হতো। ২০১৪ সাল থেকেই কর পরিকাঠামোর সংস্কার শুরু করেছিল বিজেপি সরকার।
রাহুল গান্ধীর ‘ফাইটিং ইন্ডিয়ান স্টেট’ মন্তব্য নিয়েও এদিন এক হাত নেন প্রধানমন্ত্রী। তিনি নাম না করে রাহুলকে আবারও শহুরে নকশাল বলে খোঁচা দেন এবং মন্তব্য করেন, ‘এরা দেশের সংবিধানও বোঝে না, একতাও বোঝে না।’
এই ভাষণেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওহরলাল নেহেরুর নাম নিতে ভোলেননি। একটি বই থেকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন দেশ একাধিক সমস্যায় ডুবেছিল, তখন বিদেশনীতির নামে পন্ডিত নেহেরু কী করতেন তা সেখানে স্পষ্টভাবে লেখা আছে।’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘বেচারি’ বলা নিয়েও কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর সমালোচনা করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তাঁর পূর্ণ ভাষণে বাজেট ব্যাখ্যা ও সরকারি কাজের খতিয়ান ছাড়া অধিকাংশই জুড়েছিল গান্ধী পরিবারের সদস্যদের সমালোচনা।
আরও পড়ুন:- ADHD রোগে কমতে পারে আয়ুও, বলছে গবেষণা, জানুন বিস্তারিত
আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন