Bangla News Dunia, Pallab : যুদ্ধে বিধ্বস্ত গাজা থেকে ১০ লক্ষ প্যালেস্তিনীয়কে পাকাপাকিভাবে উত্তর আফ্রিকায় সরিয়ে দেওয়ার কথা ভাবছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করা হয়েছে সাম্প্রতিক একটি রিপোর্টে। গাজাবাসীদের লিবিয়াতে পাঠানোর পরিকল্পনা রয়েছে আমেরিকার।
আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের
ইজরায়েলের লাগাতার হামলায় বর্তমানে গাজা মৃত্যুপুরী। এই পরিস্থিতিতেও বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল সেনা। গত দু’দিনে গাজায় মৃত্যু হয়েছে ১২০ জনের বেশি। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দক্ষিণ গাজার খান ইউনিসে গোলাবর্ষণে মৃত্যু হয়েছে ৫৪ জনের। তার আগে বুধবার উত্তর ও দক্ষিণ গাজা মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন। সেখানে তিনি বলেছেন, ১০ লক্ষ প্যালেস্তিনীয়কে গাজা থেকে লিবিয়ায় স্থায়ী পুনর্বাসন দেবে আমেরিকা। বদলে লিবিয়াকে কোটি কোটি ডলারের ফান্ড ছেড়ে দেবে ট্রাম্প। এই ফান্ড কয়েক দশক ধরে আটকে রেখেছে আমেরিকা। যদিও, মার্কিন সরকারের এক মুখপাত্র এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “এই রিপোর্ট ঠিক নয়। এখন যা পরিস্থিতি তাতে এই ধরনের পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব নয়। এই সব কোনও আলোচনা হয়নি আমাদের।”
জানা গিয়েছে, গাজার ১০ লক্ষ মানুষকে পুনর্বাসন দেওয়ার জন্য ইতিমধ্যেই লিবিয়ার সঙ্গে আলোচনা সেরে ফেলেছে আমেরিকা। তবে চুক্তি এখনও চূড়ান্ত হয়েছে। এই বিষয়টি ইজরায়েলকেও জানানো হয়েছে।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ট্রাম্প জানিয়েছিলেন, “আমেরিকা গাজার দখল নেবেই। প্যালেস্তিনীয়দের অন্যত্র পুনর্বাসিত করার পরে আমরা গাজার উন্নতি করব, সংস্কার করব। সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা আর্থিক উন্নয়ন ঘটাব। মানুষের মাথার ছাদ তৈরি করব। আমরা গাজা জয় করবই।”