গাড়ি উল্টে গিয়ে পালালো দেড় কোটি মৌমাছি, তারপর যা ঘটলো ….

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মৌমাছি ১টা ২টো নিয়ে বড় একটা কেউ চিন্তা করেননা। কিন্তু যখন সেই সংখ্যাটা প্রায় দেড় কোটি হয় তখন তো ভয়ের কারণ বটেই। সেই প্রায় দেড় কোটি মৌমাছি একসঙ্গে ছড়িয়ে পড়ল একটি রাস্তার ওপর।

রাস্তার একটা অংশ ও তার চারধার মুহুর্তে চলে গেল মৌমাছিদের দখলে। সংখ্যায় তারা এত বেশি যে আকাশ ঝাপসা হয়ে গিয়েছিল। এত সংখ্যক মৌমাছি একসঙ্গে একটা ছোট জায়গায় উড়তে থাকাটা যে কোনও মানুষের জন্যই ভাল নয় তা বলার অপেক্ষা রাখে না।

তাই মৌমাছিদের এই হামলার কথা জানার পরই ওই রাস্তা ধরে গাড়ি যাতায়াত বন্ধ করে দেয় প্রশাসন। সাধারণ মানুষকেও ওই রাস্তার ধারে যেতে নিষেধ করা হয়। ২৪ জন মৌমাছি প্রতিপালক বিশেষজ্ঞকে সেখানে পাঠানো হয় মৌমাছিদের নিয়ন্ত্রণ করার জন্য।

আরও পড়ুন:- পুং হরমোন টেস্টোস্টেরন বাড়ায় এই ব্যায়ামগুলো, রোজ অন্তত ৫ মিনিট করুন

২৪ ঘণ্টার জন্য রাস্তা বন্ধ করার একটাই কারণ। মৌমাছিরা যাতে তাদের ঘরে ফিরে যেতে পারে। একটি ট্রাক উল্টে এই অবস্থার সৃষ্টি হয়। ওই ট্রাকে প্রায় ৭০ হাজার পাউন্ডের মৌচাক নিয়ে যাওয়া হচ্ছিল। অনেকগুলি মৌমাছির চাক ছিল তাতে।

ট্রাকটি হাইওয়েতে উল্টে যেতেই মৌমাছিরা চাক ছেড়ে ছড়িয়ে পড়ে সর্বত্র। কিন্তু তাদের স্বভাব হল তারা একসময় তাদের মৌচাক খুঁজে রানি মৌমাছির কাছে ফিরে যায়। এক্ষেত্রে তাই তাদের ফেরার সময় দিয়েছিল প্রশাসন।

দেখা যায় পরদিন ভোরের মধ্যে অনেক মৌমাছিই তার চাক খুঁজে তাতে ফিরে গেছে। আর যারা যেতে পারেনি বিশেষজ্ঞদের মতে তারা ওই জায়গায় একত্রে তাদের একটি নতুন কলোনি তৈরি করে নেবে।

সেখানেই মৌচাক তৈরি করে ফেলবে। যেখানে ঘটনাটি ঘটে সেই জায়গায় মৌমাছিদের টিকে যেতে সমস্যা হবেনা। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটনের কানাডার সীমান্তের কাছে।

আরও পড়ুন:- থাইরয়েডের সমস্যায় ভুগছেন? সমাধান আছে এসব খাবারে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন