গুজরাটের স্থানীয় নির্বাচনে গেরুয়া ঝড় ! লজ্জাজনক ফল কংগ্রেসের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গুজরাটের স্থানীয় নির্বাচনে গেরুয়া ঝড় ! গুজরাটে ৮১ নগর পালিকা, ৩১ জেলা পঞ্চায়েত ও ২৩১ টি তালুকা পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে আজ। গত রবিবার সেখানে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে পুরসভায় ৫৮.৮২ শতাংশ ভোট পড়েছিল ও  জেলা পঞ্চায়েতে ৬৫.৮০ শতাংশ আর তালুকা পঞ্চায়েতে ৬৬.৬০ শতাংশ ভোট পড়েছিল। প্রাথমিক গণনায় বিজেপি অনেকটাই এগিয়ে।

bjp , west bengal bjp

এখনো অবধি সূত্র মারফত খবর অনুযায়ী ——

জেলা পঞ্চায়েত ৯৮০ —– বিজেপি – ১৪১ , কংগ্রেস – ৩০ , অন্য – ১

তহসিল পঞ্চায়েত ৪৭৭৪ —– বিজেপি – ৩৩০ , কংগ্রেস – ৬৩ , অন্য – ৫

নগর পালিকা ২৭২০ —— বিজেপি – ২৬১ , কংগ্রেস – ৩৫ , অন্য – ৩

আরো পড়ুন :- জোট নিয়ে প্রবল জট ! আব্বাসের মন্তব্যের বিরোধিতা করলেন বিমান বসু

রাজ্যের ৮১ নগর পালিকা, ৩১ জেলা পঞ্চায়েত আর ২৩১ টি তালুকা পঞ্চায়েতের জন্য ২৮ ফেব্রুয়ারি রবিবার সেখানে ভোট গ্রহণ হয়েছিল।

Highlights

1. গুজরাটের স্থানীয় নির্বাচনে গেরুয়া ঝড় !

2. ২৮ ফেব্রুয়ারি রবিবার সেখানে ভোট গ্রহণ হয়েছিল

#BJP #CONG

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন