Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তিনি একটু দেরিতেই ঘুম থেকে উঠতে পছন্দ করেন। ঘুমের সময় তাঁকে কেউ ডাকুক সেটাও তাঁর একেবারেই অপছন্দের। সেটা তাঁর প্রতিবেশিরাও জানতেন যে তিনি একটু দেরিতে ঘুম থেকে উঠতে পছন্দ করেন।
কিন্তু সেই প্রতিবেশিই বারবার তাঁর বাড়িতে এসে বেল বাজাতে থাকেন। তাতেও ঘুম থেকে না ওঠায় তাঁকে ফোন করেন প্রতিবেশি। তাতে তাঁর ঘুম ভাঙে। ঘুম ভেঙে উঠে শোওয়ার ঘরের জানালা দিয়ে বাইরে বাগানের দিকে চাইতেই আত্মারাম খাঁচাছাড়া অবস্থা হয় তাঁর।
বাগানে ওটা কি! তিনি দেখেন এক দানবীয় চেহারার মালবাহী জাহাজ জল ছেড়ে তাঁর বাগানে এসে দাঁড়িয়েছে। যা এতটাই বিশাল যে জাহাজটা পুরোটা দেখতে তাঁর ঘাড় ব্যথা হয়ে যায়।
জল ছেড়ে বাগানে জাহাজ! অবাক করা এই কাণ্ড ঘটেছে নরওয়ের বিনিসেট নামে একটি জায়গায়। যেখানে জোহান হেলবার্গ নামে এক ব্যক্তির বাগানে এসে দাঁড়িয়ে পড়ে একটি জাহাজ।
আরও পড়ুন:- হাইকোর্টের এই নির্দেশে আন্দোলনকারী চাকরিহারাদের বড় স্বস্তি, বিস্তারিত জেনে নিন
তাঁর প্রতিবেশির মতে, তিনি জাহাজের আওয়াজ শুনতে পান। বাইরে বেরিয়ে দেখেন জাহাজটি জল ছেড়ে প্রবল গতিতে এগিয়ে আসছে প্রতিবেশি জোহানের বাড়ির দিকে।
তারপর সেটি বাড়ির বাগানে এসে থেমে যায়। আর একটু হলেই জোহানের শোওয়ার ঘরে ঢুকে পড়ত সেটি। যেখানে জোহান গভীর ঘুমে নিদ্রারত ছিলেন।
জল ছেড়ে মালবাহী জাহাজ হঠাৎ এভাবে জমিতে উঠে গৃহস্থের বাড়িতে পৌঁছে গেল কীভাবে? এনসিএল সল্টেন নামে ওই জাহাজ যে সংস্থার সেই এনসিএল সংস্থা স্বীকার করেছে যে এটা একটা ভয়ংকর দুর্ঘটনা।
জাহাজটি স্থলভাগে উঠে ছুটতে থাকা সত্ত্বেও যে কারও কোনও ক্ষতি হয়নি এটাই অনেক। কিন্তু কেন জল ছেড়ে এভাবে বাগানে প্রবেশ করল জাহাজটি? কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:- সেরা বাবা হওয়ার রহস্য লুকিয়ে এই ৫ টিপসেই, সন্তানদের ভালবাসা কমবে না