Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জন্য ভারতকেই দায়ী করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ (Khawaja Asif)। তাঁর দাবি, ‘গোটাটাই পরিকল্পিত’। পাশাপাশি হুমকির সুরে তিনি বলেন, ‘ভারত যদি অল আউট অ্যাটাক করে তাহলে পুরোদস্তুর যুদ্ধ অবধারিত।’
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাওয়াজা আসিফ বলেন, ‘দিল্লি যা করছে তাতে আমরা আশ্চর্য নই। ওই এলাকায় অস্থিরতা তৈরির জন্য পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। বিশেষ করে আমাদের বিপাকে ফেলতে।’ পাক মন্ত্রীর কথায়, ‘ব্যক্তিগতভাবে আমি এবং পাক সরকার গত দু’দিনে সন্ত্রাস সে যে ভাবেই হোক না কেন, কড়া নিন্দা করি।’ তিনি বলেন, ‘পাকিস্তান (Pakistan) কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদের শিকার হলে মানুষ এবং দেশ যে যন্ত্রণার সম্মুখীন হয় তার সঙ্গে আমরা খুব পরিচিত।’
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এরপর থেকে ক্ষোভে ফুঁসছে দেশবাসী। নিন্দায় সরব গোটা বিশ্ব। বুধবার রাতেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। তারপরই এই মন্তব্য সামনে এল। অবশ্য পাকিস্তানও পালটা বেশকিছু পদক্ষেপ করেছে। বন্ধ করেছে তারা আকাশসীমা।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন