‘গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত’, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিরাট প্রতিক্রিয়া মোদির

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia, দীনেশ : গভীর রাতে সফল স্ট্রাইক। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত। মঙ্গলবার রাতে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত হেনেছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক পাক জঙ্গিঘাঁটি। ভারতীয় সেনার এই সাফল্যে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। হামলার পরই কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক ডাকেন তিনি।

বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সকলের জন্য গর্বের মুহূর্ত।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমাদের সেনা আধিকারিকরা সামান্য সময়ের মধ্যে নিখুঁত অপারেশন চালিয়েছেন। এই অপারেশন সফলভাবে শেষ হয়েছে।’ তাঁর কথায়, ‘গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে ছিল। আমরা আমাদের সেনার জন্য গর্বিত।’

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৫ পর্যটক সহ ২৬ জন। হামলার ঠিক ১৫ দিনের মাথায় মঙ্গলবার রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলিতে প্রত্যাঘাত হেনেছে ভারত। ৯ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা। হামলার জেরে অন্তত ৮০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ সহ একাধিক জঙ্গির আঁতুড় ঘর গুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

এদিকে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) সফলভাবে শেষ করার পরই দিল্লিতে তৎপরতা শুরু হয়েছে। তড়িঘড়ি মন্ত্রীসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা আবার সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবদের নিয়ে বৈঠক করছেন। বাংলা, সিকিম সহ ১০টি রাজ্য ওই বৈঠকে অংশ নিয়েছে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন