‘গোটা পাকিস্তানই হাতের মুঠোয়’, ভারতের ক্ষমতা মনে করিয়ে বার্তা সেনাকর্তার

By Bangla News Dunia Dinesh

Published on:

Kashmir Terrorist and Army

Bangla News Dunia, Pallab : ‘পুরো পাকিস্তানই আমাদের রেঞ্জে’, এমনই মন্তব্য করলেন সেনাবাহিনীর শীর্ষকর্তা লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা। সোমবার একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ডি’কুনহা বলেন, ‘পাকিস্তানের যে কোনও অঞ্চলে যাতে আঘাত হানা যায়, সেই সামর্থ্য ভারতের রয়েছে। ওরা সেনার সদর দপ্তর খাইবার পাখতুনখাওয়ায় সরিয়ে নিয়ে গেলেও, কোনও লাভ নেই। পাকিস্তানের সর্বত্র আমরা পৌঁছাতে পারি। পুরো দেশটাই আমাদের রেঞ্জে।’

আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন

ওই সেনা কর্তা আরও বলেছেন, ‘সীমান্তে উত্তেজনার আবহে পাকিস্তান চারদিনে প্রায় ৮০০- ১০০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল। যদিও সবক’টি পাক ড্রোন ধ্বংস করা হয়েছে।’

পহলগামে জঙ্গি হামলার পর ৭ মে ভারত অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে প্রায় ১০০ জঙ্গির। এর বদলা নিতে পাকিস্তানের তরফে ভারতের একাধিক সীমান্ত শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করা হয়। যদিও এস-৪০০ ট্রায়াম্ফ ও আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেই হামলা সফলভাবে প্রতিহত করা গিয়েছে। আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে ১০ মে থেকে সংঘর্ষবিরতি চলছে। আপাতত উত্তেজনা অনেকটাই নিয়ন্ত্রণে।

আরও পড়ুন : মারণ ক্যান্সারের ঝুঁকি কমাতে কোন কোন খাবার খাবেন ? দেখে নিন তালিকা

আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন