গোলাবর্ষণ অব্যাহত ! দু’দিনে ১২০ জনের বেশি মৃত্যু গাজায়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : গত দু’দিনে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে গাজায় (Gaza)। দক্ষিণ গাজায় বৃহস্পতিবার রাতের গোলাবর্ষণে মৃত্যু হয়েছে ৫৪ জনের। বুধবার উত্তর ও দক্ষিণ গাজা মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন।

আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন

ইজরায়েলি সেনার তরফে হামলার বিষয়ে স্পষ্ট কোনও দাবি করা হয়নি। তবে এমনটা জানানো হয়েছে প্যালেস্টাইন উদ্ধারকারী দলের তরফে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮২টি দেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েলে (Israel) হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস (Hamas)। এরপরই হামাসকে নিশ্চিহ্ন করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে ইজরায়েল। শুরু হয় অভিযান। গাজাজুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপের ছবি। খাবারের জন্য হাহাকার। যদিও ইজরায়েল এই দাবি মানতে নারাজ।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন