গো-মাংস রান্না নিয়ে বিতর্ক ! দেবলীনার বিরুদ্ধে FIR

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গো-মাংস রান্না নিয়ে বিতর্ক ! টিভি চ্যানেলের একটি শোয়ে অংশগ্রহণ করে সরাসরি গো-মাংস রান্নার বিষয় তুলে বেজায় বিপাকে পড়েছেন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত। প্রকাশ্যে হিন্দু ধর্মের সরাসরি অবমাননা করার অভিযোগে কট্টর হিন্দু পন্থীরা সেই অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। দেবলীনা দত্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলো। বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বাগুইআটি থানায় দেবলীনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বিশিষ্ট সংবাদমাধ্যমের শোয়ের প্লাটফর্মে আয়োজিত ডিবেট-এ অংশগ্রহণ করে বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করার সময় বিতর্কিত মন্তব্য করে বসেন। সভায় উপস্থিত বিশিষ্ট পরিচালক ও গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথার সূত্র ধরে বক্তব্য রাখতে গিয়ে দেবলীনা দত্ত বলেন, তিনি নিজে নিরামিষাশী হলেও তিনি গো-মাংস বেশ ভালই রাঁধতে পারেন। প্রয়োজনে বাড়িতে গিয়ে তা রান্না করে দিতে পারবেন বলে জানিয়ে ছিলেন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত।

আরো পড়ুন :- মহারাষ্ট্র পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে বিজেপি ! পিছিয়ে শিবসেনা

উলেখ্য সংবাদমাধ্যমের প্লাটফর্মে তার এই বিতর্কিত বক্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। অভিনেত্রী ছাড়াও তার মায়ের বিরুদ্ধেও কু-মন্তব্য ধেয়ে আসে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া গালিগালাজ করা হয় অভিনেত্রী দেবলীনা দত্তকে। সেই বিষয় গুলির স্ক্রিনশট তুলে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী দেবলীনা দত্তর স্বামী তথাগত মুখোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার বাগুইআটি থানায় দেবলীনার বিরুদ্ধে এফ আই আর দায়ের করেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

Highlights

1. গো-মাংস রান্না নিয়ে বিতর্ক !

2. দেবলীনার বিরুদ্ধে এফ আই আর দায়ের করেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি

#গো-মাংস #দেবলীনা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন