গ্রীষ্মের ছুটি প্রসঙ্গে কি বললেন মুখ্যমন্ত্রী ? জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্য জুড়ে তীব্র দাবদাহের কারণে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ৩০ এপ্রিল, ২০২৫ থেকে গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গিয়েছে। পূর্বে এই ছুটি মে মাসের ২ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং তাদের তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ছুটি প্রসঙ্গে আজ আরো কী বললেন দেখুন।

আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন

মুখ্যমন্ত্রীর ঘোষণা ও তার প্রেক্ষাপট:

এপ্রিল মাসের শুরু থেকেই রাজ্যজুড়ে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি এবং তাপপ্রবাহের কারণে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত ও পঠনপাঠনে অসুবিধা হচ্ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিলের প্রথম দিকেই এই আগাম ছুটির কথা ঘোষণা করেন। তিনি জানান, “তীব্র গরমের কারণে, ছাত্রছাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তাই ৩০ এপ্রিল থেকে ছুটি দেওয়া হয়েছে।” দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য অঞ্চলের স্কুলগুলিকে এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে, সেখানে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পঠনপাঠন চলবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।

শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, ছুটি এগিয়ে আনার ফলে পঠনপাঠনের যে ক্ষতি হবে, তা স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাস নিয়ে পূরণ করার চেষ্টা করা হবে। শিক্ষকদের এই সময়কালে বিশেষ পরিস্থিতিতে ছুটি মঞ্জুর করা হলেও, স্কুল পুনরায় খোলার পর ছাত্রছাত্রীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বেসরকারি স্কুলগুলির প্রতি মুখ্যমন্ত্রীর আর্জি:

বুধবার, ৭ই মে, ২০২৫, নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেসরকারি স্কুলগুলির কর্তৃপক্ষকেও যত দ্রুত সম্ভব গ্রীষ্মের ছুটি ঘোষণা করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, “সরকারি স্কুলগুলিকে ছুটি দিয়ে দিয়েছি। বেসরকারি স্কুলগুলোও যদি রবীন্দ্র জয়ন্তীর (৯ই মে) দিন থেকে ছুটি দিয়ে দেয়, তাহলে ভালো হয়। বাচ্চারা বাড়িতে থাকুক।” এই আবেদনের মাধ্যমে তিনি বেসরকারি স্কুলগুলিকেও রাজ্যের বর্তমান তাপপ্রবাহের পরিস্থিতি বিবেচনা করে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ বিষয়:

  • সরকারি স্কুলে ছুটি শুরু: ৩০ এপ্রিল, ২০২৫ থেকে।
  • কারণ: তীব্র দাবদাহ ও ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা।
  • ব্যতিক্রম: দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য অঞ্চলের স্কুলগুলি।
  • ঘাটতি পূরণ: স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পঠনপাঠনের ঘাটতি পূরণের চেষ্টা।
  • বেসরকারি স্কুলের প্রতি আর্জি: রবীন্দ্র জয়ন্তী (৯ই মে, ২০২৫) থেকে ছুটি শুরু করার জন্য মুখ্যমন্ত্রীর অনুরোধ।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন