গ্রুপ C ও D চাকরি হারানো কর্মীদের জন্য অর্থ সাহায্যের ! বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্য সরকার ফের একবার মানবিকতার নজির গড়ল। স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে নিয়োগ হওয়া চাকরিহারা গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের পাশে দাঁড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার থেকে এই কর্মীরা প্রতি মাসে পাবেন নির্দিষ্ট পরিমাণ অনুদান। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই চাঞ্চল্য।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?

সম্প্রতি নবান্নে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “যাঁরা বেতন পাচ্ছেন না, তাঁদের কথা আমরা আগেই জানিয়েছিলাম। সেই অনুযায়ী একটি বিশেষ নীতিমালা তৈরি করা হয়েছে। এবার থেকে গ্রুপ C কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ D কর্মীরা পাবেন ২০ হাজার টাকা করে অনুদান।”

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজ্যের একটি বিতর্কিত ও জটিল পরিস্থিতি। সুপ্রিম কোর্ট সম্প্রতি SSC-এর মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ২৬ হাজার শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে। যদিও আদালত কিছু শিক্ষকদের জন্য অস্থায়ীভাবে স্কুলে যাওয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এমন অনুমতি দেওয়া হয়নি। ফলে অনেকে এক ধাক্কায় বেকার হয়ে পড়েন।

এই অবস্থায় রাজ্য সরকার চায়নি ওইসব কর্মীরা একেবারে আর্থিক বিপর্যয়ের মুখে পড়ুক। তাই বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এই অনুদানের পরিকল্পনা নেয়।

স্কিমটির প্রধান বৈশিষ্ট্য

বিষয় তথ্য
স্কিমের নাম এখনও সরকারিভাবে নাম ঘোষণা হয়নি
তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ শ্রম দফতর
কার্যকর হওয়ার তারিখ ১ এপ্রিল ২০২৫ থেকে প্রযোজ্য
উপকারভোগী গ্রুপ C ও গ্রুপ D চাকরি হারানো SSC কর্মীরা
অনুদান পরিমাণ গ্রুপ C – প্রতি মাসে ₹২৫,000গ্রুপ D – প্রতি মাসে ₹২০,000
স্কিমের উদ্দেশ্য চাকরি হারানো কর্মীদের সাময়িক আর্থিক সহায়তা

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন