গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদ ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদ ! দিল্লি থেকে ইডি গ্রেফতার করলো প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে। তাঁর সংস্থা অ্যালকেমিস্ট আমানতকারীদের থেকে কয়েকশো কোটি টাকা তুলেছিল বলে অভিযোগ। সেই ২৩৯ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তিনি। গতকাল প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরে বয়ানে নানা অসঙ্গতি থাকায় প্রিভেনশান অব মানি লন্ডারিং ধারায় তাঁকে গ্রেফতার করেছে ইডি।

bjp-tmc

প্রসঙ্গত কে ডি সিং-র ওপর নজরদারি চলছে অনেক আগে থেকেই। উলেখ্য বছর কয়েক আগে প্রায় ২ হাজার কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংয়ের ২৩৮ কোটি টাকার বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারা দেশের নানা জায়গাতে কে ডি সিংয়ের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তার কুফরির একটি রিসর্ট, চণ্ডীগড়ে একটি শো-রুম, পঞ্চকুলা ও হরিয়ানায় একাধিক সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরো পড়ুন :- শিশির অধিকারী কি বিজেপিতে ? জল্পনা বাড়ালেন মুকুল রায়

এদিকে নানা অভিযোগের কারণে ২০১৬ সাল থেকে কে ডি সিং-র সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে তদন্ত করছে সেবি। তাদের বিরুদ্ধে জনগণের কাছ থেকে অবৈধ ভাবে ১ হাজার ৯১৬ কোটি টাকা তোলার অভিযোগ আছে। এদিকে কেডির গ্রেফতারি ঘিরে রাজ্যর দুই রাজনৈতিক পক্ষই জোর কাজিয়ায় মেতেছে। বিজেপি বলছে তৃণমূল বহিরাগত তত্ত্বে সরব তারাই তো কে ডি সিংকে রাজ্যসভার টিকিট দিয়েছিল।

Highlights

1. গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদ !

2. গ্রেফতার করেছে ইডি

#ED #TMC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন