ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার বিডিও ও অ্যাকাউন্ট্যান্ট ! চাঞ্চল্য জেলা জুড়ে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ঘুষ নেওয়ার অপরাধে ভিজিলেন্স টিমের হাতে গ্রেপ্তার বিহারের আরারিয়া জেলার রানীগঞ্জ ব্লকের (Raniganj) বিডিও (BDO) ও ব্লকের অ্যাকাউন্ট্যান্ট। কমপক্ষে দেড় লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গিয়েছে দুই আধিকারিককে।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

পুলিশ সূত্রে জানা গেছে, রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত সমিতির উপ প্রমুখ কলানন্দ সিং ও তার সহকর্মী শম্ভু যাদব রাজ্য ভিজিলেন্সের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ অনুযায়ী, একটি ১৫ লক্ষ টাকার সরকারী প্রকল্পের জন্য বিডিও এবং ব্লকের অ্যাকাউন্ট্যান্ট দেড় লক্ষ টাকা ঘুষ চাইছেন। এই টাকা না দিলে প্রাপ্য টাকা তাঁরা পাবেন না। এরপর রাজ্য ভিজিলেন্স গোপনে তদন্ত শুরু করে।

মঙ্গলবার রাতে ভিজিলেন্সের পাতা ফাঁদে অভিযুক্ত বিডিওর সরকারী বাংলোতে অভিযোগকারীদের হাত থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। গতকাল রাতেই তাঁদের দু’জনকে সড়কপথে পাটনায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় জেলার আধিকারিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন