চরম সংঘাতে ভারত-চীন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দলাই লামার উত্তরসূরি বাছা নিয়ে বিতর্ক চলছেই। ভারতের মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছিল চিন। তাঁকে এবার পালটা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। জানিয়ে দিলেন, দলাই লামাই ঠিক করবেন তাঁর উত্তরসূরি কে হবেন। প্রয়াণের পরে তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে বুধবারই মুখ খুলেছিলেন তিব্বতি ধর্মগুরু। বিতর্কের সূত্রপাত তখন থেকেই। তাঁকে হুঁশিয়ারি দিয়ে চিন জানিয়েছিল পঞ্চদশ দলাই লামা

আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ

লামার মনোনয়নের জন্য তাদের অনুমোদন লাগবে। কিন্তু এই দাবি নস্যাৎ করে দেয় নয়াদিল্লি। কেন্দ্রের সাফ কথা, নির্ধারিত ট্রাস্ট ছাড়া অন্য কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এহেন মন্তব্যের পরই এবার পালটা আক্রমণ করে বেজিং। তাদের দাবি, নয়াদিল্লি যেন চিনের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। এতে দুই দেশের সম্পর্কেই প্রভাব পড়বে। এবার ফের চিনকে পালটা দিল ভারত।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন